আপনার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান (ISP) কি আপনাকে পরিপূর্ণ ইন্টারনেট সেবা প্রদান করছে? ইন্টারনেট গতি যা হওয়ার কথা আপনি কী সেটাই পাচ্ছেন? আপনার ইন্টারনেট সংযোগ প্রায় সময় বিচ্ছিন্ন হয়ে যায় বা গতি অনেক কম পাচ্ছেন? এটি বুঝার একমাত্র উপায় হচ্ছে আপনার ইন্টারনেটের গতি পরীক্ষা করা। গুগুল হোমমেজ হল আপনার ইন্টারনেটের গতি পরীক্ষা করার একটি সহজ এবং দ্রুত উপায়।
যদিও ইন্টারনেটের গতি পরীক্ষা করার জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে। তবে আপনি খেয়ার করলে দেখবেন অনেক সাইট প্রকৃত তথ্য দিতে পারে না। পাশাপাশি বিভিন্ন অ্যাপ এর মধ্যে তথ্যের গরমিল রয়েছে। সব ওয়েবসাইট ও অ্যাপ বিশ্বাসযোগ্য না। সবচেয়ে সহজ পদ্ধতিগুলির মধ্যে একটি হল গুগলের হোমপেজে যাওয়া। গুগুল হোমপেজের মাধ্যমে সহজেই আপনি ইন্টারনেটের গতি পরীক্ষা করতে পারবেন ও প্রকৃত তথ্য পাবেন। গুগুলের পুরো প্রক্রিয়াটি Google Measurement Lab (M-Lab) এর সাথে যৌথভাবে কাজ করেছে।
ইন্টারনেটের গতি পরীক্ষা করার সময় আপনার আইপি অ্যাড্রেস গুগলের সাথে শেয়ার করা হয় এবং প্রতিষ্ঠানটি গোপনীয়তা নীতি অনুসরণ করে। মূলতে Measurement Lab পরীক্ষাটি পরিচালনা করে এবং ইন্টারনেট নিয়ে নানা ধরনের গবেষোণাও করে থাকে।
গুগল হোম পেজ থেকে আপনার ইন্টারনেটের গতি পরীক্ষা করার জন্য পাঁচটি ধাপঃ
১ম ধাপ: আপনার যেকোন ডিভাইস থেকে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন এবং Google.com টাইপ করুন।
২য় ধাপ: অনুসন্ধান বারে থেকে ‘Run Speed Test’ টাইপ করুন।
৩য় ধাপ: নতুন ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। ৩০ সেকেন্ড এর মধ্য ইন্টারনেট এর গতি পরীক্ষা করা সমাপ্ত হবে। ৪০ এমবি ডাটা আপলোড ও ডাউনলোড করে ইন্টারনেটের অবস্থা যাচাই করে গুগল।
৪র্থ ধাপ: বিকল্প সার্ভারে পরীক্ষা করতে চাইলে অপশন চয়েজ করুন।
৫ম ধাপ: ইন্টারনেটের গতির পর্যবেক্ষণের ফলাফল ডায়ালগ বক্সে প্রদর্শন করা হচ্ছে। আপনার প্রয়োজন হলে আবার গতি পরীক্ষা করে দেখতে পারেন।
এভাবে খুব সহজেই গুগলকে ব্যবহার করে ইন্টারনেটের গতি পরীক্ষা করে দেখতে পারেন ও প্রকৃত তথ্য পেতে পারেন।
৫৩ বছরের নারীর ত্বকে ২৩ বছরের জৌলুশ, ত্বক থাকবে চিরযৌবনা; বলছে গবেষণা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।