বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দ্রুতই ফুরিয়ে যাচ্ছে মোবাইল ডেটা, করতে হচ্ছে বাড়তি রিচার্জ। অন্যদিকে ডেটা প্ল্যানে ক্রমে দাম বাড়ছে। তাই ইন্টারনেট ব্যয় নিয়ন্ত্রণে থাকতে হবে বাড়তি সতর্ক। কিছু টিপস জানা থাকলে ফোনের ডেটা দ্রুতই ফুরাবে না। বাড়তি টাকা ব্যয় করে নিতে হবে না রিচার্জ।
অধিকাংশ গ্রাহক কম খরচের জন্য প্রতিদিন দেড় থেকে এক জিবি প্ল্যান রিচার্জ করেন। অনেকেই দাম বেড়ে যাওয়ায় বেশি ডেটার রিচার্জ এড়িয়ে যাচ্ছেন। প্রতিদিন এক জিবির প্যাকেজ দ্রুতই ফুরিয়ে যায়। উল্লিখিত সমস্যায় ভুগছেন কমবেশি সবাই। কিন্তু সমাধানে কী করছেন? সুকৌশলী হলে সোশ্যাল মিডিয়া ব্যবহারে আপস না করলেও চলবে। তবে জানতে হবে কিছু সহজ টিপস।
ব্যবহারে কৌশলী
স্মার্টফোনে কোন অ্যাপ কতটা ডেটা খরচ করছে, তা জানতে হবে প্রথমেই। যেসব অ্যাপ বেশি ডেটা ব্যয় করে, তার ব্যবহার কমিয়ে আনতে হবে। নিজের ফোনের সেটিংসে গেলেই তথ্য পেয়ে যাবেন। নিজস্ব ডেটা খরচ কমিয়ে আনার এটি অন্যতম কৌশল।
ব্যাকগ্রাউন্ড ডেটা
নিজে জানেন না, কিন্তু অনেক অ্যাপই ব্যাকগ্রাউন্ডের ডেটা দ্রুত খরচ করে ফেলছে। ব্যবহার না করলেও ডেটা নিঃশেষ করে অনেক অ্যাপ। ফলে দিন শেষ হওয়ার আগেই ডেটা ফুরিয়ে যায়। সমস্যার সমাধান হতে পারে দু’ভাবে। প্রথম সেটিংসে গিয়ে ডেটা সেভার অপশন সচল করতে পারেন। দ্বিতীয় পদ্ধতিটি হলো ব্যাকগ্রাউন্ড ডেটা ইউসেজ বন্ধ রাখা।
ডাউনলোড থেকে বিরত
ইউটিউব বা ফেসবুকে যেসব ভিডিও দেখেছেন, যদি তা হাই-কোয়ালিটিতে চলে, তাহলে ডেটা দ্রুত ফুরিয়ে যাবে। অন্যদিকে হাই-কোয়ালিটি ভিডিও আর মিউজিক ডাউনলোড এড়িয়ে যেতে হবে। প্রতিটি অ্যাপ লো কোয়ালিটি স্ট্রিমিং ও ডাউনলোড অপশন দিয়ে থাকে। ইউটিউব, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে অপশনটি বিদ্যমান।
অফলাইন মোড
যখন ইন্টারনেট প্রয়োজন হবে না, তখন অফলাইন মোড ব্যবহার করা শ্রেয়, বিশেষ করে গুগল ম্যাপস। আগে থেকে ম্যাপস ডাউনলোড করে রাখা যায়। তাহলে বারবার ব্যবহার করার জন্য আর ইন্টারনেট চালু করতে হবে না।
নিজস্ব ডেটা লিমিট
সব ফোনের সেটিংসেই এখন ডেটা লিমিট সুবিধা পাওয়া যায়। মূলত একবার সেটআপ করে নিলে যখন ডেটা শেষের দিকে চলে আসবে বা লিমিট ফুরিয়ে যাবে, ঠিক তখনই অ্যালার্ট সংকেত দেবে স্মার্টফোন।
অ্যাপ ও ওয়াইফাই
স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপ থাকলে তা গুরুত্ব বিবেচনায় মুছে ফেলতে হবে। ফলে ইন্টারনেট আর স্টোরেজ দুটোই সাশ্রয় করতে পারবেন। যখনই সুযোগ আসবে, ফ্রি ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করবেন। উল্লিখিত সব পদ্ধতি মেনে চললে সাশ্রয় হবে ডেটা। ভুগতে হবে না হুটহাট ডেটা ফুরিয়ে যাওয়ার সমস্যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।