একটি ছেলে তার বোনের দেখতে পারে, কিন্তু মায়ের নয়, কী সেটা?

Question

লাইফস্টাইল ডেস্ক : ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি জীবন সম্পর্কিত অনেক প্রশ্ন করা হয়। কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা শুনে তারা ঘাবড়ে যান। কিন্তু প্রশ্নগুলি শুনে যতটা কঠিন মনে হয়, একটু ঠান্ডা মাথা চিন্তা করলেই সহজেই উত্তর বেরিয়ে আসবে। এবার তা দেখে নেওয়া যাক…

Question

১) প্রশ্নঃ দুর্গাপুর স্টিল প্লান্ট (Durgapur Steel Plant) তৈরি হয় কোন দেশের সহায়তায়?
উত্তরঃ ব্রিটেন।

২) প্রশ্নঃ রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাইতে।

৩) প্রশ্নঃ দৈর্ঘ্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি?
উত্তরঃ নীলনদ (Nile River)।

৪) প্রশ্নঃ কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৮৫৭ সালে।

৫) প্রশ্নঃ ভারতের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ কৃষি (Agriculture)।

৬) প্রশ্নঃ কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি?
উত্তরঃ হীরক (Diamonds)।

৭) প্রশ্নঃ পোঙ্গল (Pongal) কোন রাজ্যের উৎসব?
উত্তরঃ তামিলনাড়ু।

৮) প্রশ্নঃ ফারাক্কা ব্যারেজ (Farakka Barrage) কোন নদীতে অবস্থিত?
উত্তরঃ গঙ্গা।

৯) প্রশ্নঃ গৌতম বুদ্ধ (Gautama Buddha) কোথায় দেহত্যাগ করেন?
উত্তরঃ কুশীনগর।

১০) প্রশ্নঃ ভারতের প্রথম রেল কোম্পানির নাম কী?
উত্তরঃ গ্রেট ইন্ডিয়া পেনিনসুলার (Great India Peninsular)।

১১) প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কী?
উত্তরঃ স্টেপিস (কর্ণের অস্থি)।

১২) প্রশ্নঃ চারমিনার (Charminar) কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ তেলেঙ্গানা।

১৩) প্রশ্নঃ পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম?
উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলে।

১৪) প্রশ্নঃ কোন দেশ ‘রামধনুর দেশ’ (Rainbow Country) নামে পরিচিত?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

শরীর গরম করে দেবার মত ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

১৫) প্রশ্নঃ একটি ছেলে তার বোনের দেখতে পারে, কিন্তু তার মায়ের নয়, কী সেটা?
উত্তরঃ বিয়ে (যদি সেই ছেলের মা দ্বিতীয় বিবাহ না করেন)।