জুমবাংলা ডেস্ক : সরকারি হোক বা বেসরকারি যেকোনো চাকরির পরীক্ষায় বসার জন্য প্রতিটি ছাত্রছাত্রী বিশেষভাবে প্রস্তুতি নেয়। তবে লিখিত পরীক্ষায় পাশ করলে সরাসরি তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় ইন্টারভিউ যারা নেন, তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করেন যা শুনে তারা সহজেই ঘাবড়ে যান। তবে এর উত্তর প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে, যা আপনাকে ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। এবার তেমনি কিছু প্রশ্নোত্তর রইল।
১) প্রশ্ন: কী রোগ হলে মানুষ একা থাকতে পারে না, একা থাকতে ভয় পায়?
উত্তর: অটোফোবিয়া (Autophobia), এক প্রকার মানসিক রোগ।
২) প্রশ্ন: পুলিশ কে বাংলায় কী বলে?
উত্তর: রাজকীয় জনরক্ষক।
৩) প্রশ্ন: এমন কোন জিনিস যাকে আমরা হাত না লাগিয়ে আটকে রাখতে পারি?
উত্তর: নিঃশ্বাস।
৪) প্রশ্ন: পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত কারো অধীনে থাকেনি?
উত্তর: নেপাল।
৫) প্রশ্ন: ভারতের কোন শহরে সর্বপ্রথম ট্যাক্সি চালু হয়েছিল?
উত্তর: বাঙ্গালোর শহরে (Bangalore city)।
৬) প্রশ্ন: ভারতের সবচেয়ে পরিষ্কারতম শহর (cleanest city) কোনটি?
উত্তর: ভারতের সবচেয়ে পরিষ্কার শহরটি হল ইন্দোর।
৭) প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
উত্তর: শুক্র গ্রহ (৩৯০° সে.)।
৮) প্রশ্ন: কোন এমন জিনিস হসপিটালে বাইরে ফ্রীতে পাওয়া যায়, কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয়?
উত্তর: অক্সিজেন।
৯) প্রশ্নঃ ভারতের সিলিকন ভ্যালি (Silicon Valley) বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ব্যাঙ্গালোর।
১০) প্রশ্ন: পৃথিবীতে একমাত্র কালো গোলাপ কোন দেশে দেখা যায়?
উত্তর: তুর্কি (Turkey) দেশে।
১১) প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভাষার নাম কী?
উত্তর: সংস্কৃত (Sanskrit)।
১২) প্রশ্ন: এশিয়া মহাদেশে মোট কতগুলি দেশ রয়েছে?
উত্তর: এশিয়া মহাদেশে ভারত সহ ৪৮টি দেশ রয়েছে।
১৩) প্রশ্নঃ কোন জায়গার স্থানীয় সময়কে ‘ভারতের প্রমাণ সময়’ ধরা হয়?
উত্তরঃ এলাহাবাদ। (Allahabad)
১৪) প্রশ্নঃ ভারতের কোন নদী চীন ও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে?
উত্তরঃ ব্রহ্মপুত্র (Brahmaputra)।
সালমানকে ছেড়ে দেওয়ায় ঐশ্বর্যের সাথে যেভাবে বদলা নিয়েছিলেন শাহরুখ খান
১৫) প্রশ্নঃ মেয়েদের কোন জিনিসটা স্নান করবার পর ছোট হয়ে যায়?
উত্তরঃ সাবান (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।