কোন জিনিসটা খাওয়ার জন্য কেনা হয়, কিন্তু কেউ খেতে পারে না

Mean

লাইফস্টাইল ডেস্ক : প্রতিটি ছাত্রছাত্রী স্বপ্ন থাকে দেশের কোন উচ্চপদস্থ পদে চাকরি করা এবং এইজন্য তারা চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেয়। তবে লিখিত পরীক্ষায় পাশ করার পর তাদের যখন ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় বিভিন্ন পাঠ্য বইয়ের পাশাপাশি এমন কিছু তাদের প্রশ্ন করা হয় যা শুনে তারা সহজেই ঘাবড়ে যান। আসলে ঠান্ডা মাথায় একটু ভাবলে এসব উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার দেখে নেওয়া যাক…

Mean

১) প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ নাইট (Knight) উপাধি ত্যাগ করেন কত সালে?
উত্তরঃ ১৯১৯ সালে (জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দেন ‘কবিগুরু’)।

২) প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণ বিজয়’ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ মালাধর বসু।

৩) প্রশ্নঃ বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৪ঠা অক্টোবর।

৪) প্রশ্নঃ ভারতের ‘সামরিক শহর’ (military city) কাকে বলা হয়?
উত্তরঃ মিরাটকে।

৫) প্রশ্নঃ ‘অবাক জলপান’ নাটকটি কার লেখা?
উত্তরঃ সুকুমার রায় (Sukumar Roy)।

৬) প্রশ্নঃ গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

৭) প্রশ্নঃ রাত্রি বেলায় কোন গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়?
উত্তরঃ শুক্র গ্রহ (Venus)।

৮) প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে বেশি লবণাক্ত যুক্ত হ্রদ কোনটি?
উত্তরঃ কাস্পিয়ান সাগর (Caspian Sea)।

৯) প্রশ্নঃ এমন কোন খাবার গরমও নয় ঠান্ডাও নয় তবুও ফুঁ দিয়ে খেতে হয়?
উত্তরঃ খোসা যুক্ত বাদাম।

১০) প্রশ্নঃ ইসরাইলের রাজধানীর নাম কী?
উত্তরঃ জেরুজালেম (Jerusalem)।

১১) প্রশ্নঃ লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন?
উত্তরঃ ১২০ দিন।

১২) প্রশ্নঃ কোন গভর্নর জেনারেল নিজেকে ‘বেঙ্গল টাইগার’ (Bengal Tiger) বলতেন?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি।

১৩) প্রশ্নঃ ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি?
উত্তরঃ বিহারে স্বাক্ষরতার হার সবচেয়ে কম, ৬৩.৮২ শতাংশ।

১৪) প্রশ্নঃ ডিরোজিও (DeRozio) কোন কলেজের অধ্যাপক ছিলেন?
উত্তরঃ হিন্দু কলেজ।

সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা

১৫) প্রশ্নঃ কোন জিনিসটা খাওয়ার জন্য কেনা হয়, কিন্তু কেউ খেতে পারে না?
উত্তরঃ খাবারের প্লেট।