পর্দায় অন্তরঙ্গ রাশমিকা, তড়িঘড়ি যা করলেন বিজয়

বিনোদন ডেস্ক : বিনোদন জগতে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’। রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি। ক্যামেরার সামনে তো বটেই, পর্দার নেপথ্যেও তাদের প্রেম নিয়ে জল্পনা-কল্পনা কম হয়নি। রশ্মিকা মান্দানা দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা। অপরদিকে বিজয় দেবেরাকোন্ডা দক্ষিণী জগতের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের জায়গা গড়ছেন একটু একটু করে। এছাড়া ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রশ্মিকাও। প্রথম ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

এদিকে প্রেমে নাকি সামান্য ঈর্ষার ছোঁয়া থাকা ভাল। বলিউডের ছবিতে তো বটেই, বাস্তবেও এই ভাবনার বেশ জনপ্রিয়। প্রেমিক বা প্রেমিকা অন্য কোনও তারকার সঙ্গে ঘনিষ্ঠ হলেই জনসমক্ষে ইশারায়-ইঙ্গিতে প্রেমের ইস্তেহার দিয়ে বসেন তারকারা। এ বার সেই তারকাদের তালিকায় নাম জুড়ল বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার।

বিমানবন্দরে একসঙ্গে একই গাড়ি থেকে নামতে দেখা গেল চর্চিত যুগলকে। শুধু তাই-ই নয়, দুজনের পরনেই ছিল কালচে রঙের পোশাক। তবে কি একসঙ্গে ছুটি কাটাতে গেলেন দুই কমরেড?

মূলত সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমাল’ ছবিতে রণবীর কপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা। প্রথম প্রচার ঝলক মুক্তি পাওয়ার পরে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবির প্রথম গানও। সেই গানেই রণবীরের ঠোঁটে অন্তরঙ্গ চুমু এঁকেছেন রশ্মিকা। তাতেই কি কিছুটা ঈর্ষান্বিত বিজয়?

নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা, কেউই। তবে তাদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ ও কৌতূহলে ভাটা পড়েনি। পরস্পরের পরিবার ও বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গেছে বিজয় ও রশ্মিকাকে।

নিজেদের ‘ভাল বন্ধু’ তকমা দিয়েই এত দিন কাটিয়েছেন চর্চিত যুগল। তবে নিজের প্রেমিকাকে অন্য পুরুষের ঘনিষ্ঠ হতে দেখে কি এ বার কিছুটা ঘাবড়ে গেছেন বিজয়? সেই কারণেই কি প্রেমিকার সঙ্গে সময় কাটাতে শহর ছাড়লেন তিনি? কৌতূহল তুঙ্গে।