জুমবাংলা ডেস্ক : বিএনপিকে ভোট দিতে না পেরে প্রতিবাদ স্বরূপ ১৪ বছর ধরে ভাত খান না কিশোরগঞ্জ জেলার বিএনপি এই সমর্থক। এমনকি কৃষক ইনু মিয়া (৭৬) বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞাও করেছেন।
জানা যায়, কলা, রুটি ও বিস্কুটসহ শুকনো খাবার খেয়েই ইনু মিয়া ১৪ বছরেরও অধিক সময় কাটিয়ে দিয়েছেন। কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে ইনু মিয়া মানুষের জমিতে কাজ করতেন। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় বাম পায়ে ব্যাথা পেয়ে বর্তমানে তিনি লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। তাই এখন আর কাজ করতে পারেন না। তিনি তিন সন্তানের জনক।
২০০৮ সালের নির্বাচনে পশ্চিম জগৎচার প্রাথমিক বিদ্যালয়ের বিএনপিকে ভোট দিয়ে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। তারপর তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততোদিন তিনি ভাত খাবেন না। তার এই প্রতিজ্ঞাকে আরও দৃঢ় করে তোলে ২০১৮ সালের নির্বাচনে ভোট না দিতে পেরে। ওই নির্বাচনেও একই কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে লাইন থেকে ঘাড় ধরে বের করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ভাত খান না। তার একই কথা, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত স্পর্শ করবে না। তার এমন দৃঢ় প্রতিজ্ঞা পালনের খবর ছড়িয়ে পড়ায় ইনু মিয়াকে দেখতে এবং তার কথা শুনতে প্রায়ই লোকজন আসেন তার বাড়িতে।
ইনু মিয়ার স্ত্রী জোছনা খাতুন গণমাধ্যমকে বলেন, ‘রুটি, পুরি, বিস্কুট, চা এগুলো খেয়ে বেঁচে আছেন তিনি। একমাত্র মেয়ে মার্জিয়া খাতুনের বাড়িতে গেলেও তিনি ভাত খান না। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বাজারে উনার সাথে দেখা করে কিছু সহায়তা করেছেন এবং বলে গেছেন বেগম খালেদা জিয়ার সাথে উনাকে দেখা করানোর ব্যবস্থা করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।