আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের একটি অঞ্চল থেকে ১ হাজার বছরেরও বেশি সময় আগের বেশ কিছু ভাইকিং রৌপ্যমুদ্রা আবিষ্কৃত হয়েছে। দেশটির একটি জাদুঘর রৌপ্যমুদ্রাগুলো আবিষ্কৃত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নর্থ জুটল্যান্ড নামের ওই জাদুঘরটি জানিয়েছে, একই এলাকার অল্প দূরত্বে অবস্থিত দুটি জায়গা থেকে ওই রৌপ্যমুদ্রার খাজানা আবিষ্কৃত হয়। এক কিশোরী মেটাল ডিকটেটর দিয়ে সেখানে তল্লাশি চালানোর সময় রৌপ্যমুদ্রাগুলোর সন্ধান পায়। ওই এলাকায় একটি ভাইকিং দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে।
নর্থ জুটল্যান্ড জাদুঘরের পরিচালক লার্স ক্রিশ্চিয়ান নোরবাখ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এমন একগাদা রৌপ্যমুদ্রা পাওয়া বিষয়টি খুবই দুর্লভ।’ উল্লেখ্য, এই জাদুঘরেই রৌপ্যমুদ্রাগুলো প্রদর্শিত হবে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের হব্রো শহরের কাছাকাছি অবস্থিত ও দুর্গটির নাম ফিরকাট ভাইকিং রিংফোর্ট। দুর্গের দেয়ালে খোদাই করা লিপি থেকে জানা গেছে, দুর্গটি ৯৮০ সালের দিকে নির্মিত হয়েছিল।
প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, উদ্ধার করা খাজানায় ভাইকিং মুদ্রার পাশাপাশি ড্যানিশ, আরবীয় এবং জার্মান মুদ্রাও রয়েছে। পাশাপাশি স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড থেকে আসা বেশ কিছু অলঙ্কারও রয়েছে। এ বিষয়ে নোরবাখ জানিয়েছেন, এই মুদ্রাগুলো রাজা হ্যারল্ড ব্লুটুথের আমলে নির্মিত ভাইকিংদের বিষয়ে আরও বেশ কিছু তথ্য দেবে আমাদের। নোরবাখ আরও জানান, হয়তো ভাইকিংরা এসব মুদ্রা যুদ্ধের সময় লুকিয়ে ফেলেছিল।
এদিকে প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, তারা আসন্ন শরৎকালে ওই এলাকায় আরও খননকাজ চালাবেন। তারা আশা করছেন, সেখান থেকে আরও বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।