জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীর কৃতি সন্তান, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, বর্তমানে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত ও পৃথিবীর বিখ্যাত চালকবিহীন হেলিকপ্টার ও বিমানের আবিষ্কারক ড. হুমায়ুন কবির তার সহধর্মিণী ফরিদা কবিরসহ দেশে ফিরছেন।
সুদীর্ঘ প্রায় ২০ বছর পর আগমামী ২২ মে নিজ জন্মস্থান উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গাঁও গ্রামে আসেবেন বলে জানা যায়। তিনি সর্বশেষ ২০০৪ সালে তার জন্ম ভূমিতে এসেছিলেন।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কবির। বিদেশের মাটিতে একাধিক সফলতা অর্জন করায় তাকে নিয়ে গর্বিত তার এলাকার মানুষ।
আমেরিকায় অবস্থানরত বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ‘দেশের মাটিতে আবারো আসতে পারব বলে আমি খুবই আনন্দিত। দেশ মাটি ও মানুষের জন্য সবসময়ই আমার মন কাঁদে। আবারো সবার সাথে দেখা হবে। সেটা হবে আমার জীবনের সত্যিকারের পরম আনন্দদায়ক পাওয়া।’
সাংবাদিকদের তিনি আরো জানান, আগমামী ২২ মে তিনি আমেরিকা থেকে সহধর্মিণী ফরিদা কবিরকে নিয়ে বাংলাদেশে আসবেন। দুদিন ঢাকায় অবস্থান করে ২৪ মে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামে হেলিকপ্টারে আসবেন। পরে ৭ দিন কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে অবস্থান করে নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে সফর করবেন। এ সময় নিজ এলাকার মানুষের সাথে মতবিনিময়সহ বিভিন্ন স্থান ঘুরে দেখার কথাও রয়েছে তার।
পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম বিজ্ঞানী যিনি চালকবিহীন হেলিকপ্টারের আবিস্কারক বা জনক। এর আগে বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী হুমায়ুন কবির আবিষ্কার করেছেন ১৯৮৬ সালে রিমোট নিয়ন্ত্রিত এইচ-৫ হায়েন্স হেলিকপ্টার। বর্তমানে হুমায়ুন কবির যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।