বিনোদন ডেস্ক : ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে আজ বিনোদন জগতে যুক্ত হয়েছে ওয়েব সিরিজ। যেখানে কয়েক বছর আগে সাধারণ মানুষের অবসর সময় উদযাপন করার একমাত্র মাধ্যম ছিল সাদাকালো টিভির সামনে বসে বলিউডের ধারাবাহিক সিনেমার রস আস্বাদন করা, সেখানে আজ ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে সোশ্যাল মিডিয়া প্রেমীদের বিনোদনের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন ঘটেছে চোখে পড়ার মতো। বিশেষ করে কম বয়সী যুবক-যুবতীরা ডিজিটাল প্লাটফর্মে সময় কাঁটাতে বেশি পছন্দ করছেন।
বিনোদন প্রেমীদের কথা মাথায় রেখে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রতিমুহূর্তে উল্লু, প্রাইম শর্ট, এমএক্স প্লেয়ার কিংবা ওয়াও প্ল্যাটফর্মে রিলিজ করা হচ্ছে একের পর এক সাহসী ওয়েব সিরিজ। যে সমস্ত ওয়েব সিরিজ গুলি কয়েক মিনিটে ভরপুর বিনোদন দিচ্ছে নেটিজেনদের। তীব্র শীতের মধ্যেও চরম উত্তেজিত করে তুলছে বিনোদনপ্রেমীদের।
অর্থাৎ, যে ওয়েব সিরিজে যত বেশি যৌ*তা, সেই ওয়েব সিরিজের ভিউজ তত বেশি। আপনারা জানলে অবাক হবেন, ডিজিটাল প্লাটফর্মে রিলিজ হওয়া ওয়েব সিরিজ গুলি বলিউডের হাই-বাজেট সিনেমার চেয়েও অধিক উপার্জন করে থাকে।
আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজের গল্প নিয়ে এসেছি। তবে এই ওয়েব সিরিজের গল্প সম্পর্কে বিস্তারিত বলার পূর্বে আমরা আপনাদের বলি, ভুলেও এই ওয়েব সিরিজ বাচ্চাদের সামনে দেখার দুঃসাহস করবেন না। কিছুদিন আগে উল্লু অ্যাপ্লিকেশনে রিলিজ করা হয়েছে “কবিতা ভাবী” নামের একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ।
কমূমল্যে দুর্দান্ত ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Lava Blaze Curve 5G স্মার্টফোন
যে ওয়েব সিরিজটি মূলত ভৌতিক কাহিনীর উপর নির্ভর করে চিত্রায়িত হয়েছে। যখন ভুতের কারণে একটি বাড়িতে থাকতে সবাই অস্বীকার করেন, তখন কবিতা ভাবী কিভাবে ভুতের সাথে সমঝোতা করেন তা দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে উল্লু অ্যাপে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।