বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই আইওএস ১৭ আসছে অ্যাপল ফোনে। তবে কেমন হবে এই আপডেট তা নিয়ে অনেকের জল্পনা-কল্পনা ছিল। অ্যাপল জানিয়েছিল তারা নানা বাগ ঠিক করে দেবে ও সামান্য কিছু আপডেট আনবে। আইওএসের ইউজার ইন্টারফেস আরও ভালো করার দিকেই তাদের মনোযোগ বেশি।
সম্প্রতি ব্লুমবার্গে মার্ক গুরমান নতুন আপডেটের নানা তথ্য জানিয়েছেন। তারা এই নতুন আপডেটের খবর জানাবে অ্যাপলের বিশ্বব্যাপী ডেভেলপার কনফারেন্সে। নতুন আপডেটে ক্রেতাদের চাহিদাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্ক। আগে আইওএসে অল্টারনেটিভ অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ ছিল না। এখন সেই আক্ষেপ বাদ পড়ছে। আইওএসে এখন অল্টারনেটিভ অ্যাপ স্টোর যুক্ত করা হবে।
তাছাড়া অ্যাপলের এআর/ভিয়ার হেডসেট সংযুক্ত করার জন্য তারা কাজ করেছে। হয়তো বিস্তারিত সব জানা যায়নি। তবে ক্রেতাদের চাহিদা যে অ্যাপল অবশেষে বিবেচনা করতে চলেছে, তা অনেকের জন্য খুশির খবর আনছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।