iOS16 আপডেটে এখন আইফোনের লকস্ক্রিন আগের থেকেও বেশি আকর্ষণীয়

iOS16

গত মাসে অ্যাপল তাদের iphone এর জন্য অপারেটিং সিস্টেম iOS 16 রিলিজ করেছে। iOS এর সর্বশেষ ভার্সনে আপনি লকস্ক্রিন নিজের ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন। আইফোন এর লকস্ক্রিন এ নতুন ফিচার যোগ করা হয়েছে।

iOS16

 

স্বাভাবিকভাবে আপনি লকস্ক্রিন এ তারিখ, সময় এবং নোটিফিকেশন দেখতে পারবেন। iOS 16 আপডেট আসার পরে লকস্ক্রিন এখন আগের থেকেও বেশি আকর্ষণীয় ও সুন্দর।

আপনি নিজের পছন্দের ছবি লকস্ক্রিন এ যুক্ত করতে পারবেন। আবার সর্বশেষ আপডেট এ আবহাওয়া সম্পর্কিত ছবি আপনি ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে পারবেন।

এবার স্ক্রিনে পৃথিবী, চাঁদ, সোলার সিস্টেম ইত্যাদি ছবি সহজেই যোগ করা যাচ্ছে। পাশাপাশি নতুন ইমোজি এবং নানা রঙের ব্যাকগ্রাউন্ড এর ফিচার তো থাকছে।

আপনি সহজেই এক স্ক্রিন থেকে অন্য স্টাইল এর স্ক্রিনে আপডেট করতে পারবেন। সেটিং এর ওয়ালপেপার অপশন থেকে আপনি নতুন ছবি যুক্ত করতে পারবেন।

লকস্ক্রিনের খালি জায়গায় হোল্ড করে রাখলে কাস্টোমাইজ করার অপশন আসবে। এখান থেকে আপনি ওয়ালপেপার, উইজেট সহ নানা উপাদান যুক্ত করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন।

লকস্ক্রিনে যে সব উপাদান উপস্থিত থাকবে সেগুলো নির্দিষ্ট ক্যাটাগরির ভিত্তিতে সাজাতে পারবেন। আইফোনের স্ক্রিনে ভিন্ন ভিন্ন ধরনের ছবি আপডেট হওয়ার সুযোগ থাকছে। যেমন কখনো সোলার সিস্টেমের ছবি, পরক্ষণে সুন্দর বাগানের ছবি এবং এরপর সমুদ্রের ছবি। এভাবে আপনি লকস্ক্রিনে ইমেজ আপডেট করতে পারবেন।

লকস্ক্রিনের তারিখ, সময় ও ক্যালেন্ডার আবহাওয়া এবং ঘড়ি ইত্যাদি উইজেট নিজের পছন্দমত কাস্টমাইজ করতে পারবেন। আপনার ফিটনেস এক্টিভিটি সম্পর্কিত তথ্য লকস্ক্রিনে থাকবে। বিভিন্ন মনীষীর গুরুত্বপূর্ণ উক্তি আপনি লকস্ক্রিনে রাখতে পারবেন।

কাস্টমাইজ অপশন এর প্লাস বাটন থেকে আপনি একেবারে শুরু থেকে নতুন লকস্ক্রিন নিজের মতো তৈরি করতে পারবেন। এবার লকস্ক্রিনে কালারের কম্বিনেশন আপনি দারুন উপভোগ করবেন।