আন্তর্জাতিক ডেস্ক : iPhone এর রিংটোন হুবহু নকল করে ভাইরাল টিয়াপাখি – ছোট্ট পাখিটি কতটা নিখুঁতভাবে শব্দ অনুকরণ করতে পারে তা সত্যিই দেখার মতো। ভিডিওটি ‘গুচি গৌড়া’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।
অনেক তোতাপাখিই মানুষের শব্দ নকল করতে পারে। শুধু মানুষই নয়, অন্যান্য প্রাণীদের ডাকও নকল করতে তারা ওস্তাদ। কিন্তু সেই সবকিছুই যেন ছাপিয়ে গেল এক লাল তোতাপাখি। আইফোনের রিংটোন নকল করায় পটু সে।
লাল তোতাপাখিটির নাম গুচি। বেঙ্গালুরুতে থাকে। নেটিজেনরা তার এই ভিডিও দেখে হতবাক হয়ে গিয়েছেন। ছোট্ট পাখিটি কতটা নিখুঁতভাবে শব্দ অনুকরণ করতে পারে তা সত্যিই দেখার মতো। ভিডিওটি ‘গুচি গৌড়া’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।
অ্যাকাউন্টটিতে পোষা ছোটো লেজের তোতা-এর ভিডিও এবং ছবি শেয়ার করা হয়। তোতাপাখি-প্রেমী পূজা দেবরাজ এবং হর্ষিত এই অ্যাকাউন্টটি চালান। গোটা বিশ্বের সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও। ‘এটি কোনও Eclectus তোতাপাখির করা সবচেয়ে নিখুঁত অনুকরণ,’ এমনই মত প্রকাশ করেছেন এক নেটিজেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।