Iphone এর সিক্রেট ১৩টি সুবিধা

Iphone

Iphone

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : উচ্চ নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করায় সবার কাছে Iphone বেশ জনপ্রিয়। অনেক ব্যবহারকারী আছেন আইফোনের বিকল্প কিছু চিন্তা করতে পারেন না। তবে আইফোনে এমন ১৩টি গোপনীয় সুবিধা রয়েছে যা অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক।

১. সরাফি ব্রাউজার পরিবর্তন Iphone এ শুধুমাত্র সরাফি ব্রাউজার ব্যবহার করা যাবে বিষয়টি এমন, এক্ষেত্রে গুগল ক্রম, ফায়ারফক্সও ব্যবহার করা যাবে। এক্ষেত্রে সেটিংসে গিয়ে ব্রাউজার পরিবর্তন করে নিতে পারেন।

২. ছবি এবং ভিডিওতে ক্যাপশন যুক্ত করা ৩. ফোকাস লক করা ৪. ভিডিও রেকর্ড করা অবস্থা ছবি নেওয়া ৫. সিঙ্গেল বাটন ব্যবহার করে কল
৬. অ্যাপ লুকিয়ে রাখা

৭. হোম স্ক্রিনে widgets যুক্ত করা ৮. সঠিক উচ্চরণ সুবিধা যুক্ত করা ৯. স্ক্রিনের আয়তন কমিয়ে রাখা ১০. হাতের সহায়তা ছাড়াই ছবি তোলা ১১. গান শোনার জন্য নির্দিষ্ট সময় সেট করে রাখা

১২. টাইপিং এর গতি বাড়ানোর সুবিধা ১৩. ঝাঁকুনি দিয়ে লেখা মোছা সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, টাইমস অব ইন্ডিয়া।