বিনোদন ডেস্ক : ভুবন বাদ্যকর, এই মুহূর্তে তিনি সেলিব্রেটি। কখনো তিনি ডাক পাচ্ছেন কলকাতার বিখ্যাত ক্লাবের কখনো কোন জনপ্রিয় অনুষ্ঠানে কখনো কোনো মহরায়। তার কাঁচা বাদাম গান এতটাই মন জয় করে নিয়েছে দর্শকদের যে সেই খ্যাতি পৌঁছে গেছে সর্বত্র। বীরভূমের দুবরাজপুরের সাধারণ বাদাম বিক্রেতা বর্তমানে হয়ে উঠেছে সুপারস্টার।
বীরভূম দুবরাজপুরের বাসিন্দা ভুবনবাবু, দীর্ঘ ৩০ বছর ধরে গ্রামে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। নিচের ব্যবসাকে আকর্ষণীয় করে তুলতে স্বরচিত গান ধরতেন বাদাম বিক্রির সময়। আর এই গান সোশ্যাল মিডিয়ায় আসতেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন ফোন সোশ্যাল মিডিয়ার হাত ধরে সুদিন ফিরে পেয়েছেন তিনি তবে এবার জীবনের এক সেরা উপহার পেলেন ভুবনবাবু। তার নবপ্রাপ্ত সফল জীবনের অধ্যায়ে যুক্ত হলো সাফল্যের এক নয়া পালক।
ভুবন বাদ্যকর সম্প্রতি ইউটিউব থেকে একটি সিলভার প্লে বাটন পেয়েছেন। ইউটিউব থেকেই তাকে এই উপহার পাঠিয়ে দেওয়া হয়েছে তার বাড়ি ঠিকানায়। স্বাভাবিকভাবেই এই নয়া সাফল্যে আপ্লুত হয়ে গেছেন তিনি। তবে এত নাম যশ খ্যাতি পাওয়ার পরেও তিনি যে মাটির সাথে জুড়ে রয়েছে তা তার বক্তব্য থেকে স্পষ্ট।
তিনি তার এই সাফল্যের জন্য সমস্ত কৃতিত্ব দিয়েছেন তার অনুরাগীদের, যাদের ভালোবাসায় আজ তিনি সাফল্যের দরবারে পৌঁছতে পেরেছেন। জানা গেছে তার গান ভাইরাল হবার পর থেকেই তিনি youtube চ্যানেল খুলেছিলেন।
ইউটিউবের নিয়ম অনুসারে এক লক্ষ সাবস্ক্রাইবার পার করে দেওয়ার পরিপ্রেক্ষিতেই সিলভার প্লে বাটন দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যেই তার চ্যানেলটিও এক লক্ষ সাবস্ক্রাইবার পার করে ফেলেছে, যার জন্য এই সিলভার প্লে বটম তার ঝুলিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।