বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘কাঁচাবাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি। এই গানের সঙ্গে কোমর দুলিয়েছেন বড় বড় তারকারাও। এক গানেই রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন ভুবন বাদ্যকর।
সোশ্যাল মিডিয়ায় পরিচিতির বরাতে রাতারাতি বদলে যায় বাদামকাকুর ভাগ্যের চাকা। কুঁড়েঘরে বাস করা পরিবারের জন্য বানিয়েছেন পাকা দালানবাড়ি। কিনেছেন গাড়ি। এখন তার হাতে শোভা পাচ্ছে আইফোন ১৩।
ফোনটি হাতে নিয়ে ভিডিওবার্তায় ভুবন বাদ্যকর জানান, দিল্লিতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানেই এই ফোনউপহার পেয়েছেন। তবে ওই ভিডিওতে তার মুখে বাংলা মেশানো হিন্দি শুনে হাসিতে মেতেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ভুবন ছিলেন একজন বাদাম বিক্রেতা। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে। সেখানে একটি মোটরসাইকেলের পেছনে বাদাম নিয়ে গ্রামে, বাজারে, বন্দরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেঁচতেন। তবে তিনি বিক্রি করতেন কাঁচাবাদাম।
শুধু টাকার বিনিময়ে নয়, বাড়ির অব্যবহৃত পুরোনো যন্ত্রাংশ, নষ্ট মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি, হাঁসের পালক, মাথার চুল, সিটি গোল্ডের চেইন, দুল, চুড়ির মতো গয়নার বিনিময়েও বাদাম বিক্রি করতেন ভুবন। আর এসব তথ্য গানে গানে বলে বেড়াতেন তিনি। যা পরবর্তীতে ‘কাঁচাবাদাম’ গান হয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।