অ্যাপল তার আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন বাজারে বের করার পর এটি নিয়ে আগ্রহী ক্রেতাদের উচ্ছ্বাসের শেষ নেই। আইফোনের Pill আকারের যে নচ আপনি দেখতে পান সেটিকে অ্যাপল নাম দিয়েছে ডায়নামিক আইসল্যান্ড।
এবার শাওমি ঘোষণা দিয়েছে যে তারা ডাইনামিক আইসল্যান্ড এর ফিচার তাদের স্মার্টফোনে সংযুক্ত করতে চায়। আইফোন ১৪ সিরিজকে টেক্কা দিতে তারা বাজারে নিয়ে আসবে Redmi k60 স্মার্টফোন।
শাওমি স্মার্টফোনের অনেক কাস্টমার আবার এই ফিচারটি দেখতে আগ্রহী। মিউজিক, নোটিফিকেশন, কল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এর ক্ষেত্রে ডায়নামিক আইসল্যান্ডের ফিচারটি ব্যবহার করা হবে।
শাওমি চায়না এর প্রেসিডেন্ট যখন এ ডাইনামিক আইসল্যান্ডের কথা বলেছিলেন অনেক আগ্রহী ক্রেতারা এ ফিচার সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আইফোনকে টেক্কা দেওয়ার জন্য শাওমি এর ডেভেলপার ডাইনামিক আইসল্যান্ডের সাথে মিল রয়েছে এরকম কিছু ফিচার নিয়ে কাজ করছে।
আপনি আইফোনের ১৪ প্রো মডেলে এ দেখতে পাবেন যে ডাইনামিক আইসল্যান্ড ফিচারের সাথে ইউজার ইন্টারফেস উপাদানের চমৎকার সমন্বয়ে ঘটেছে। আইফোন যখন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গ্রহণ করে তখন ব্ল্যাক বারের সাইজ পরিবর্তন হয়ে যায়।
ট্রানজেকশন, চার্জ স্ট্যাটাস, ব্যাটারি পার্সেন্টেজ, ফেস আইডি ও NFC ইত্যাদি বিষয়ের তথ্য এ ডাইনামিক আইসল্যান্ড স্ক্রিনে আপনি দেখতে পারবেন।
আসলে অ্যাপল যদি কোন এক্সক্লুসিভ ফিচার আইফোন সিরিজে যুক্ত করে প্রযুক্তিপ্রেমীরা সেসব ফিচার তাদের পছন্দের অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখতে চাইবে। কেননা আইফোন স্মার্টফোনের দাম অনেক চওড়া। সবার পক্ষে এত অর্থ খরচ করে আইফোন ক্রয় করা সম্ভব নয়।
তাদের শেষ ভরসা মাঝারি বাজেটের অ্যান্ড্রয়েড ডিভাইস। এজন্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনেক কাস্টমার চাইছেন আইফোন ১৪ স্মার্টফোনের এ বিশেষ ডায়নামিক আইসল্যান্ড ফিচারটি যেন শাওমি সহ অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে আসে।
এর আগে আইফোনের অনেক ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে হুবহু কপি করা হয়েছিল। যেহেতু ডাইনামিক আইসল্যান্ড ফিচারটি জনপ্রিয়তা পেয়েছে তাই এটিও শাওমির মোবাইল সহ অন্যান্য ব্র্যান্ডের হ্যান্ডসেটে আসার সম্ভাবনা বেশি।
তবে সকল অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারার কোম্পানির মধ্যে শাওমি হয়তো প্রথম ব্রান্ড যারা ডাইনামিক আইসল্যান্ডের ফিচারটি সবার আগে জনসম্মুখে নিয়ে আসতে সক্ষম হবে। সম্ভবত এ বছরের অক্টোবরে বা আগামী বছরের শুরুতে রেডমি কে সিক্সটি মডেলের স্মার্টফোনটি মার্কেটে উন্মোচিত হবে। স্মার্টফোনের দাম হতে পারে ৩২ হাজার রুপি ও ৪৫ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।