বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বুধবার প্রকাশ্যে এসেছে নতুন আইফোন। এর পরেই ফের একবার iPhone -এর সঙ্গে ‘কিডনি বিক্রির প্রসঙ্গ’ নিয়ে মিম পোস্ট করেছেন অনেকেই। সবথেকে মজাদার মিমগুলি দেখে নিন। বুধবার লঞ্চ হয়েছে আইফোন-১৪ সিরিজের ৪ টি নতুন স্মার্টফোন। ১৬ সেপ্টেম্বর থেকে ভারতে এই ফোনগুলি বিক্রি শুরু হবে। তবে আইফোন-১৪ প্লাস বিক্রি শুরু হবে ৭ অক্টোবর। অন্যান্য বছরের মতোই এই বছরেও আগের থেকেও বেশি দামে নতুন আইফোন বাজারে এসেছে।
আর এই ফোনগুলি প্রকাশ্যে আসতেই মিমে মজেছে নেটপাড়া। ফের একবার আইফোনের সঙ্গে ‘কিডনি বিক্রির প্রসঙ্গ’ নিয়ে মিম পোস্ট করেছেন অনেকেই। এছাড়াও আরও অনেক ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আইফোন-১৪ লঞ্চের পরেই টু্ইটারে মিমের বন্যা দেখা গিয়েছে। কেউ কেউ কিডনি বিক্রি প্রসঙ্গ তুলেছেন মিমে। এক নজরে সেরা মিমগুলি দেখে নিন।
iPhone 12, iPhone 13 ও iPhone 14 -এর মধ্যে কোন পার্থক্য করতে পারছেন না অনেকেই। আর তা নিয়েই শুরু হয়েছে মিম শেয়ার। এমনই একটি ভিডিও শেয়ার করেছেন এক টুইটার ব্যবহারকারী। এক ব্যক্তি iPhone 14 Pro Max কেনার জন্য পেমেন্ট অপশন হিসাবে রেখেছেন কিডনি। প্রায় সব আইফোন মডেলের ডিজাইন ও ফিচার একই রকম হওয়ার কারণে জনপ্রিয় হয়েছে এই মজাদার মিমটি।
#AppleEvent Whatever it takes for that iPhone 14 pro Max 😭😭😭 #iPhone14Pro #iPhone pic.twitter.com/U7zKNTqgYK
— Nairobi Hunter (@lazovichunter) September 7, 2022
আইফোন-১৩ গ্রাহকরা আইফোন-১৪ কেনার পরে কেমন অনুভব করবেন তা এই ছবি মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন এই টুইটার ব্যবহারকারী। আইফোন-১3-এর EMI শেষ হওয়ার আগেই আইফোন-১৪ লঞ্চ হওয়ায় মিম প্রকাশ্যে এসেছে।
প্রসঙ্গত বুধবার লঞ্চ হয়েছে আইফোন-১৪, আইফোন-১৪ প্লাস, আইফোন-১৪ প্রো ও আইফোন-১৪ প্রো ম্যাক্স। ভারতে আইফোন-১৪ এর দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে। অন্যদিকে আইফোন-১৪ প্লাস -এর দাম শুরু হচ্ছে 89,900 টাকা থেকে।
শাহরুখ-কন্যা সুহানার নতুন ভিডিও দেখে ধিক্কার দিচ্ছে নেটিজেনরা
এদিকে ভারতে iPhone 14 Pro-র দাম শুরু হচ্ছে 1,29,900 টাকা থেকে। iPhone 14 Pro Max -এর বেস ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,39,900 টাকা। 9 সেপ্টেম্বর থেকে iPhone 14 সিরিজের প্রি-অর্ডার শুরু হবে। 16 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে iPhone 14, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max। অন্যদিকে iPhone 14 Plus বিক্রি শুরু হবে 7 অক্টোবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।