বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখনও লঞ্চ হয়নি আইফোন ১৪। কিন্তু এই ফোন লঞ্চের আগেই চিনে বিক্রি শুরু হয়েছে নকল মডেল। সম্প্রতি সেই ফোনের আনবক্সিং ভিডিও আপলোড হয়েছে YouTube -এ।
7 সেপ্টেম্বর লঞ্চ হবে আইফোন ১৪ সিরিজের একাধিক মডেল। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র সংবাদমাধ্যম দফতরে পৌঁছেছে। আসল আইফোন ১৪ লঞ্চের আগেই বাজারে এসে গেল নকল আইফোন ১৪। চিনের বাজারে আইফোন ১৪ এর নকল মডেল ইতিমধ্যেই দেখা গিয়েছে। এই ফোন দেখতে হুবহু আইফোন ১৪ এর মতোই। কিন্তু দাম অনেকটাই কম।
এখনই এই নকল ফোনের সঙ্গে আইফোন ১৪ এর তুলনা সম্ভব নয়। কারণ এখনও আইফোন ১৪ কেউ হাতে নিয়ে দেখার সুযোগ পাননি। যদিও আইফোন ১৪ লঞ্চের এই ফোনের যে সব সম্ভাব্য ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে সেই ডিজাইনের সঙ্গে এই নকল ফোনের অনেক মিল রয়েছে।
বিশেষ করে নকল ফোনের নচ ডিজাইনের সঙ্গে আইফোন ১৪ এর ডিজাইনের সাদৃশ্য রয়েছে। প্রায় সব iPhone লঞ্চের পরেই চিনে নকল মডেল এসে হাজির হয়। যদিও এবার নতুন আইফোন ১৪ লঞ্চের অপেক্ষা না করেই নকল মডেল বাজারে চলে এসেছে।
সম্প্রতি এই নকল মডেলের আনবক্সিং ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube -এ এই ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে এই ফোন দেখে আইফোন ১৪ এর সঙ্গে পার্থক্য করা কঠিন। খুব সতর্কভাবে আইফোন ১৪ এর ডিজাইন কপি করা হয়েছে। এই ফোনে Android 11 অপারেটিং সিস্টেম চলবে। যদিও তার উপরেই চলবে iOS স্কিন। যা ব্যবহারকারীকে iPhone ব্যবহারের মতো অভিজ্ঞতা দেবে।
চলতি সপ্তাহেই বাজারে আসছে আইফোন ১৪ সিরিজের 4টি নতুন ফোন। মনে করে হচ্ছে আইফোন ১৪ প্রো সিরিজের ফোনগুলিতে A16 Bionic চিপ ব্যবহার হতে পারে। সঙ্গে থাকতে পারে 50 MP প্রাইমারি ক্যামেরা। সেই খবর সত্যি হলে এই প্রথম কোন iPhone -এ 50 MP ক্যামেরা দেখা যাবে। অন্যদিকে আইফোন ১৪ সিরিজের ফোনগুলিতে থাকতে পারে A15 Bionic চিপ। iPhone 13 সিরিজের 4টি ফোনেই এই চিপ ব্যবহার হয়েছিল।
আইফোন ১৪ সিরিজের ফোনগুলি থেকে বাদ যেতে চলেছে ডিসপ্লে নচ। iPhone X লঞ্চের পর থেকে প্রায় সব iPhone -এর ডিসপ্লের উপরেই এই নচ দেখা গিয়েছিল। বদলে আইফোন ১৪ সিরিজে ডিসপ্লে পিল ব্যবহার হবে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন Android ফোনে যে হোল পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হচ্ছে সেই ধরনের ডিজাইনের ডিসপ্লে এবার দেখা যাবে iPhone -এ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।