বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যেসব ইউজাররা 2025 সালে iPhone কেনার কথা ভাবছেন, তাদের জন্য দারুণ অফার জারি করা হয়েছে। এই বছর অক্টোবর মাসে Apple তাদের নতুন iPhone সিরিজ লঞ্চ করা হতে পারে। এর আগেই পুরনো iPhone মডেলের দাম কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই iPhone 14 ফোনের (128GB) ভেরিয়েন্ট কম দামে অনলাইনের মাধ্যমে সেল করা হবে। অন্যদিকে ফোনটি ব্যাঙ্ক অফার সহ আরও কম দামে কেনা যাবে। যেসব ইউজাররা একটি প্রিমিয়াম iPhone কেনার কথা ভাবছেন, তাঁরা এই দুর্দান্ত অফারটি কম খরচে উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 14 ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।
iPhone 14 এর অফার
iPhone 16 সিরিজের লঞ্চের পর থেকেই ক্রমাগত iPhone 14 সিরিজের দাম কমানো হচ্ছে।
বর্তমানে যারা iPhone 14 ফোনের 128GB ভেরিয়েন্ট কম দামে কেনার কথা ভাবছেন, তাঁরা অনলাইন সেলিং প্ল্যাটফর্ম Croma এর মাধ্যমে মাত্র 50,990 টাকা দামে কিনে নিতে পারবেন।
ফোনটি Midnight, Starlight, Purple এবং Blue কালার অপশনে সেল করা হচ্ছে।
এই ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ফোনটি ক্রোমার অন্যান্য অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ফোনটি কেনা যাবে।
জানিয়ে রাখি 2022 সালে ভারতে আইফোন 14 ফোনটির 128GB ভেরিয়েন্ট 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ ফোনটি লঞ্চ প্রাইসের থেকে 28,910 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।
ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাক
ক্রোমার ইউজাররা সিলেক্টেড ব্যাঙ্ক Credit এবং Debit Card (ICICI Bank, HSBC Bank, Kotak Mahindra Bank, Axis Bank, State Bank of India, HDFC Bank) এর মাধ্যমে 1000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফার সহ ফোনটি কেনা যাবে।
iPhone 14 এর স্পেসিফিকেশন
iPhone 14 ফোনটিতে 6.1 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
ফোনটিতে A15 বায়োনিক চিপসেট এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোনটিতে 12 মেগাপিক্সেল প্রাইমারি এবং সেকেন্ডারি 12 মেগাপিক্সেল লেন্স রয়েছে।
ফোনটির ফ্রন্টে 12 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
ফোনটির ক্যামেরাতে HDR ভিডিও সহ 4K রেকর্ডিং এবং ডলবি ভিসন সাপোর্ট করে।
iPhone 14 ফোনটি কি কেনা উচিৎ?
2022 সালের সেপ্টেম্বর মাসে iPhone 14 লঞ্চ করা হয়েছিল। যদি প্রশ্ন ওঠে এই ফোনটি কেনা উচিৎ কি না, তবে উত্তর অবশ্যই হ্যাঁ। কারণ এই ফোনে প্রিমিয়াম হার্ডওয়্যার রয়েছে। তবে এতে পুরনো A15 বায়োনিক প্রসেসর যোগ করা হয়েছে। তবুও এই ফোনের পারফরমেন্স কোনো অংশে পিছিয়ে নেই। এছাড়া এর চেয়ে পুরনো আইফোনের তুলনায় এই ফোনের ক্যামেরায় বেশ কিছু আপগ্রেড করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।