অ্যাপলের আইফোন ১৪ সিরিজ মার্কেটে উন্মোচন হওয়ার পর প্রযুক্তিপ্রেমীদের এটি নিয়ে আগ্রহের শেষ নেই। আইফোন ১৪ সিরিজের ক্যামেরা সেকশন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে এটির ক্যামেরার সেন্সর স্যামসাং থেকে খুব ভালো কাজ করছে।
আইফোন ১৪ এবং ১৪ প্লাস এর সেলফি ক্যামেরা বেটার হলেও iphone14 pro এ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকায় এটি নিয়ে সবার আগ্রহ বেশি।
আইফোন ১৪ প্রো স্মার্টফোনের ইমেজ সেন্সর আগের থেকে ৬৫ শতাংশ বড়। এটির আলট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্স রাতের বেলায় দুর্দান্ত কাজ করে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি ইমেজ ক্রপ করতে পারবেন এবং সেখানে কোয়ালিটি লস হবে না।
তবে কাস্টমাররা আইফোনটির আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো অপশন নিয়ে বেশি আগ্রহী। পরীক্ষা করে দেখা যায় যে রাতের বেলা ক্যামেরার পারফরম্যান্স বেশ সন্তোষজনক। কেননা চিত্রে অবজেক্ট এবং তার আশেপাশের বিস্তারিত তথ্য স্পষ্ট প্রকাশ পাচ্ছে।
অ্যাপল অতিরিক্ত মেগাপিক্সেলের দিকে মনোযোগ না দিয়ে ক্যামেরার সেন্সরের সাইজ বড় করার দিকে মনোযোগ দিয়েছে যা একটি ইতিবাচক বিষয়। কেননা পর্যাপ্ত আলো না থাকলে মেগাপিক্সেল বেশি দিয়ে কোন লাভ নেই।
আইফোনটির ৪৮ মেগাপিক্সেল সেন্সরের অপশনকে অ্যাপল ProRaw ফিচার বলে আখ্যা দিয়েছে। এখানে এডিট করার অপশন অনেক এবং চিত্র আগের থেকে আরো স্পষ্ট হয়ে ওঠে। অ্যাপল জানিয়েছে যে আগের আইফোন থেকেও এখানে পিক্সেলের সাইজ বেশ বড়।
তাছাড়া মেইন ক্যামেরার অ্যাপাচার হচ্ছে ১.৭৮। ক্যামেরার মধ্যে বেশি আলো প্রবেশ করে বিধায় ছবি সুন্দর হয়ে ওঠে। পরামর্শ দেওয়া হয়েছে যে পোট্রেট অপশন ব্যবহার করার ক্ষেত্রে সাবজেক্টকে ফ্রেমের নিকটে থাকা উচিত।
রাতের বেলা Indoor সিনে গ্রুপ-ফটো বেশ ভালোই আসে। স্মার্টফোনটির এলইডি লাইট সিস্টেম পরিবেশের সাথে মানিয়ে নিয়ে আলো বাড়াতে পারো ও কমাতে পারে। অ্যাপল ইমেজ প্রসেসিং করার ক্ষেত্রে নতুন টেকনোলজি ব্যবহার করছে। এতে ইমেজ প্রসেসিং করার গতি বৃদ্ধি পেয়েছে।
আইফোন ১৪ প্রো স্মার্টফোনে ইমেজ স্ট্যাবালাইজেশন ফিচার দেওয়া হয়েছে। এর ফলে অ্যাপলের আইফোন ১৪ প্রো ক্যামেরা দিয়ে তোলা ছবি এবং ধারণ করা ভিডিও আগের থেকেও অনেক ভালো দেখাবে। স্মার্টফোনটির দাম টাকায় ১ লাখ ৪৮ হাজার ও রুপিতে ১ লাখ ৩০ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।