বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Apple চলতি বছরের শেষের দিকে iPhone 14 সিরিজের অধীনে চারটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। যদিও সংস্থার তরফ থেকে এখনও কোনো লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে প্রতি বছরের ন্যায় এই বছরও ধারাবাহিকতা বজায় রেখে ‘নেক্সট জেনারেশন’ আইফোন সিরিজটিকে সেপ্টেম্বর নাগাদ বাজারে আনা হবে বলে আমাদের অনুমান। এখন আবার এক Apple প্রোডাক্ট অ্যানালিস্ট iPhone 14 সিরিজ লঞ্চের আগে এর সেলস স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করল।
তিয়ানফেং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুও এর বিবৃতি অনুসারে, সুপার-প্রিমিয়াম স্মার্টফোনের বাজার সম্প্রসারণের লক্ষ্যে অ্যাপল একটি নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারে। যার দরুন, চলতি বছরে আগত সিরিজের হাই-এন্ড মডেল আইফোন ১৪ প্রো -এর বিক্রয়কার্য বাড়ানোর দিকে অধিক মনোনিবেশ করবে টিম কুকের সংস্থাটি। কুও আরো দাবি করেছেন যে, এই মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপলের ‘ওয়ান টাইম প্ল্যান’ বা এককালীন পরিকল্পনা নয়। বরং, আইফোন ১৫ (iPhone 15) সহ যাবতীয় আপকামিং সিরিজের জন্য এই কৌশল অনুসরণ করা হবে।
উল্লেখ্য, অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজের অধীনে – iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max এই চারটি মডেল লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে, প্রো মডেলগুলিকে তুলনায় সাশ্রয়ী বা নন-প্রো মডেলের থেকে কিছুটা আলাদা ডিজাইনের সাথে নিয়ে আসা হতে পারে।
যেমন, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল দুটিকে পিল-শেপ ডিসপ্লে ডিজাইনের সাথে নিয়ে আসা হতে পারে, যা পূর্ববর্তী কোনো আইফোন সিরিজে এযাবৎ দেখা যায়নি। আর নন-প্রো মডেল, অর্থাৎ আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স হয়তো পূর্বসূরিদের অনুরূপ ওয়াইড-নচ স্টাইলের ডিসপ্লে ডিজাইনের সাথে আসবে। তবে, উল্লেখিত চারটি মডেলেই সংস্থার লেটেস্ট এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হবে। যদিও কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, বেস মডেলগুলিতে এ১৫ বায়োনিক প্রসেসর দেওয়া হবে।
প্রসঙ্গত, অ্যাপলের লেটেস্ট আইফোন সিরিজে ‘মিনি’ মডেলটিকে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানা গেছে। এই মিনি মডেলের পরিবর্তে, আইফোন ১৪ ম্যাক্স লঞ্চ করা হতে পারে। সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্টে এই ‘ম্যাক্স’ মডেলের ফিচার সংক্রান্ত নানাবিধ তথ্য তুলে ধরা হয়েছে।
একজন নয় দুইজনকে নিয়ে রাত কাটাচ্ছিলেন অজয় দেবগনের মেয়ে নাইসা!
জানা গেছে, আইফোন ১৪ ম্যাক্স সাশ্রয়ী প্রাইজ ট্যাগের সাথে আসবে ও সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় টপ-নচ ফিচার অফার করবে। এছাড়া, ডুয়াল রিয়ার ক্যামেরা সেন্সর, একক ফ্রন্ট সেন্সর, উন্নত ব্যাটারি লাইফ সহ একাধিক উল্লেখযোগ্য ফিচারের সাথে সজ্জিত হয়ে আসতে পারে আইফোন ১৪ ম্যাক্স। আর যেহেতু এই বছরের আগত প্রত্যেকটি আইফোনে পূর্বসূরির তুলনায় বড় সেন্সর দেওয়া হবে, সেহেতু মনে করা হচ্ছে যে ফোনগুলি কম আলোতেও ভাল ছবি ক্লিক করতে সক্ষম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।