বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন আইফোন ১৫ সিরিজের অপেক্ষায় অগণিত মানুষ। প্রতি বছর দ্বিতীয়ার্ধে নতুন স্মার্টফোনের ঘোষণা করে অ্যাপেল। কিন্তু এ বছর নির্ধারিত সময়ে আইফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। প্রথমে জানা হয়েছিল, সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে আইফোন ১৫। কিন্তু এখন নতুন রিপোর্টে বলা হয়েছে, আরও এক মাস পিছতে পারে মার্কিন সংস্থাটি।
অ্যাপেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন সিরিজ। যার জন্য প্রতীক্ষা করেন বিশ্বের কোটি কোটি আইফোনপ্রেমী। প্রত্যেক সিরিজেই নতুন কিছু চমক দেয় অ্যাপেল। এবারেও তেমনটাই আশা করছেন সবাই। কিন্তু প্রশ্ন হল কবে লঞ্চ হবে আইফোন ১৫?
ভবিষ্যদ্বাণী করলেন ব্যাঙ্ক অফ আমেরিকার গ্লোবাল সিকিউরিটি অ্যানালিস্ট ওয়ামসি মোহন। অ্যাপেল সাপ্লাই চেইন যাচাই করার পর তাঁর মনে হয়েছে, এই সিরিজ পিছতে পারে অ্যাপেল।
আইফোন ১৫ কবে আসবে? ম্যাকরুমর্স-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বাজারে আসতে পারে আইফোন ১৫। এর আগে সেপ্টেম্বর মাসে ফোনটি লঞ্চ হওয়ার কথা বলা হয়েছিল। তবে এই তারিখ থেকে ১-২ মাস পিছতে পারে অ্যাপেল। সংস্থার তরফে প্রকাশ্যে কিছু না জানানো হলেও একাধিক মার্কিন সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।
লঞ্চের সময় আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর উপলব্ধতা নিয়েও চিন্তায় রয়েছে সংস্থাটি। ফলস্বরূপ, এই সিরিজের জন্য এখনও বেশ কিছুদিনের অপেক্ষা করতে হবে ক্রেতাদের।
অন্যদিকে আইফোন ১৫ লঞ্চ না হলেও তার ফাঁস হওয়ার ফিচার্স নিয়ে জোর চর্চা টেক মহলে। জানা গিয়েছে, ১৪ সিরিজের মতো এতেও থাকবে চারটি স্মার্টফোন – আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।
সবচেয়ে বড় চমক হতে চলেছে, এই প্রত্যেকটি স্মার্টফোনে পাওয়া যাবে USB টাইপ-সি কেবিল। যা সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায়। আরও একটি তথ্য বলছে, চার মডেলেই থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। তবে প্রো ম্যাক্স মডেলে হাই-এন্ড ফিচার্স দিতে পেরিস্কোপ ক্যামেরা দিতে পারে অ্যাপেল।
ক্যামেরার সঙ্গে প্রসেসরেও থাকবে নতুন A16 বায়োনিক চিপসেট। প্রো ম্যাক্স মডেলের থাকতে পারে A17 বায়োনিক চিপসেট। আই-শেপ কাটআউট ও ডাইনামিক আইল্যান্ডের ডিজাইন দেখা যেতে পারে নতুন সিরিজে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালিত হেলথ অ্যাপও পাওয়া যাবে এই ফোনে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতে আইফোন ১৫ সিরিজের সম্ভাব্য দাম শুরু হতে পারে ৮০,০০০ টাকা থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।