বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান ট্রেন্ড অনুযায়ী স্মার্টফোনে যত কম বেজেল রাখা যায় ততই ভালো। মোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি এ বিষয়টিকে বর্তমানে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাছাড়া পপ আপ ক্যামেরার মতো জটিল প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে।
সরু বেজেল নিয়ে আসার ক্ষেত্রে অ্যাপল এর আইফোন ১৫ প্রো ম্যাক্স ডিভাইসটি নতুন রেভুলেশনের সূচনা করতে পারে। সম্ভবত এত সরু বেজেলের স্মার্টফোন এর আগে কখনো দেখেনি বিশ্ব।
শাওমি ১৩ স্মার্টফোনে ১.৮১ মিলিমিটারের বেজেল রয়েছে। পরবর্তী অ্যাপল ডিভাইসে বেজেলের পরিমাণ ১.৫৫ মিলিমিটার পর্যন্ত নেমে আসতে পারে। এমনকি অ্যাপলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্যামসাং এর গ্যালাক্সি২৩ মোবাইলে ১.৯৫ মিলিমিটার পর্যন্ত বেজেল রয়েছে।
অ্যাপল যদি সত্যিই এটি করে দেখাতে পারে তাহলে অন্য ব্র্যান্ড পিছিয়ে থাকতে চাইবে না। সেক্ষেত্রে তারাও নতুন প্রযুক্তির সন্ধানে কাজ করবে। আইফোন ১৫ সিরিজে ডায়নামিক আইসল্যান্ডের ফিচারটি পুনরায় দেওয়া হবে।
ডিজাইন এবং ফিচারের দিক থেকে আইফোন ১৫ এর প্রো ভার্সনটি সবার থেকে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগ্রহী ক্রেতারা চাচ্ছে যে, নতুন অ্যাপল স্মার্টফোনে যেন ডিসপ্লের রিফ্রেশ রেট আরও বাড়িয়ে দেওয়া হয়।
আইফোন ১৫ সিরিজে আইওএস ১৭ ইউজার ইন্টারফেস ব্যবহার করা হবে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন এর নিয়ম অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। ফলে ইউএসবি টাইপ সি ফিচারটি ডিভাইসে দেখা যাবে।
রেগুলার ইউএসবি টাইপ-সি ক্যাবল দিয়ে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং মোবাইলকে চার্জ করতে পারবেন। এ বছরের সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন ১৫ সিরিজ এর স্মার্টফোন মার্কেট আসতে পারে।
বিয়ের রাতেই শরীরের খেলা দেখালেন কামিনী, নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ওয়েব সিরিজ
তাছাড়া এখন আইফোন ১৫ এবং ১৫ প্লাস ডিভাইসে A16 Bionic চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স স্মার্টফোনে ৩ ন্যানোমিটারের এর A17 Bionic চিপসেট ব্যবহার হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।