৮০ শতাংশের বেশি চার্জ নেবে না আইফোন ১৫

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গত ১২ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ সিরিজের চারটি ফোন এবং দুটি স্মার্ট ওয়াচ উন্মোচন করেছে অ্যাপল। আজ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিক্রিবাট্টা। এই সিরিজ়ে রয়েছে মোট চারটি ফোন- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।

আইফোন_১৫

চারটি নতুন আইফোনেরই সবথেকে বড় ফিচার হলো চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট। নতুন আইফোনে লাইটনিং পোর্টের বদলে ইউএসবি-সি চার্জিং পোর্ট দেওয়ার পর, গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যম দ্য ভার্জের একটি প্রশ্ন-উত্তর পর্বে আইফোন ব্যবহারকারীরা বেশ কিছু প্রশ্ন করেছিলেন। সেসব প্রশ্নের উত্তরে জানা গেল দারুণ এক বিষয়।

আইফোন ১৫ সিরিজের ফোনগুলোতে এমন একটি ফিচার রয়েছে, যা এর ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখবে। এই ফিচার ফোনগুলোকে ৮০ শতাংশের বেশি চার্জ হতে দেবে না। নতুন আইফোনের সেটিংসে যদি সেই অপশনটি অ্যাক্টিভ করা থাকে, তাহলে ফোনটির কখনই ৮০ শতাংশের বেশি চার্জ হবে না।

অনেকেই মনে করেন, ফোন ১০০ শতাংশ চার্জ করলে দীর্ঘ সময় ব্যাকআপ দিতে পারে। তা দিতে পারে ঠিকই। কিন্তু ফোনের ব্যাটারির জন্য এটি মোটেই ভালো নয়। তাই ফোনের ব্যাটারি কখনও ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া ঠিক নয়। এক্ষেত্রে ফোন যদি নিয়মিত ৮০% পর্যন্ত চার্জ করেন, তাহলে ব্যাটারি ভালো থাকবে। শুধু আইফোন নয়। যেকোনো ফোনের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য।

৩৫ মাইল দাগ কেটে যাওয়া যাবে এক পেন্সিলে

এর আগেও অ্যাপলের কাছে এমন একটি ফিচার ছিল, যার নাম ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’। এই ফিচার আইফোনকে ৮০ শতাংশের বেশি চার্জ হওয়া থেকে বিরত রাখত। তবে আইফোন ১৫ সিরিজের নতুন ফিচারটি একদম আলাদা। এই সিরিজ়ের ফোনে চার্জের ক্ষেত্রে ব্যাটারি, ব্যাটারি হেলথ এবং চার্জিং অপ্টিমাইজেশন অপশন রয়েছে।