বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এবার ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এতে থাকছে এ১৮ প্রসেসর। নতুন ফোনটির নকশা অনেকটা আইফোন ১৪-এর মতো।
তবে এই ফোনে ‘ডায়নামিক আইল্যান্ড’ ও টাচ আইডি ইন্টারফেস নেই। থাকছে ফেস আইডি সুবিধা। সহজে ফেস আইডি ব্যবহারের জন্য মডেলটিতে সামনের ক্যামেরা নচের মধ্যে বসানো হয়েছে। সংস্করণ ভেদে আইফোন ১৬ই মডেলের দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার ( প্রায় ৭২ হাজার টাকা)।
এটির ডিসপ্লে ৬ দশমিক ৬ ইঞ্চি ওএলইডি। এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকলেও নতুন ‘ক্যামেরা কন্ট্রোল’ সুবিধা যুক্ত করা হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে আইফোন ১৬ই-তেও ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। তবে ম্যাগসেফ প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই।
এই ফোনে রয়েছে একটি মাত্র ক্যামেরা। যা ৪৮ মেগাপিক্সেলের ‘টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম’-এর।
অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের জন্য কমপক্ষে ৮ গিগাবাইট র্যাম প্রয়োজন। আর তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১৬ই মডেলে অন্তত ৮ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আইফোন ১৬ই মডেলের প্রি-অর্ডার করা গেলেও বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।