বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৪ সালের সেপ্টেম্বরে বাজারে আসে আইফোন ১৬ সিরিজ। এই সিরিজের হাইএন্ড স্পেসিফিকেশনের ফোন ১৬ প্রো ম্যাক্স। এখন পর্যন্ত আইফোন ১৬ সিরিজই অ্যাপলের সর্বশেষ মডেলের হ্যান্ডসেট। কেননা, এখনো আইফোন ১৭ সিরিজ বাজারে আসেনি। চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৭ সিরিজ।
আইফোন ১৬ সিরিজের বিভিন্ন মডেলের দাম
আইফোন ১৬ সিরিজে চারটি মডেল রয়েছে। এসব মডেলের আবার একাধিক ভার্সনও পাওয়া যাচ্ছে। জানুন নতুন আইফোন ১৬ সিরিজের দাম সম্পর্কে-
আইফোন ১৬- ৭৯৯ ডলার।
আইফোন ১৬ প্লাস-৮৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো-৯৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো ম্যাক্স-১১৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো ম্যাক্সের ফিচার
আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সে নতুন এ১৮ প্রো চিপসেট এবং একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম প্রদান করা হয়েছে। একটি ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা এবং ৫ এক্স টেলিফটো লেন্সের সঙ্গে ১২ মেগাপিক্সেলের সেন্সরের সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও, অ্যাপল এই মডেলগুলোতে অডিও ফিচার ও ব্যাটারি পারফর্ম্যান্স উন্নত করে তুলেছে। প্রতিটি মডেলের মত এই মডেলগুলোতেও মিলবে উন্নত ডেটা সেফটি। ডিভাইসগুলো অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধাও অফার চলেছে।
আইফোন ১৬ প্রো সিরিজে ডিসপ্লের আকার পরিবর্তন করা হয়েছে। প্রো-এর ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৩ ইঞ্চির। আর প্রো ম্যাক্স মডেলটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। এটি সিরিজের সবচেয়ে বড় ডিসপ্লে। সবচেয়ে পাতলা বেজেলের ব্যবহার করা হয়েছে।
আইফোনের নতুন সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখা যাচ্ছে। চারটি মোবাইলেই রয়েছে অ্যাপেল ইন্টালিজেন্স। আইফোন ১৬ সিরিজের চারটি মডেলেই দেওয়া হয়েছে ‘ক্যাপচার’ বোতাম। অর্থাৎ ফোনের লক না খুলেও কেবল এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।