ইউনিক ক্যামেরা ডিজাইনসহ আসছে iPhone 17 ও iPhone 17 Pro, ফাঁস হল প্রথম ছবি!

iPhone 17

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপল সবসময়ই নতুন ফিচার যোগ করলেও ডিজাইনে বড় পরিবর্তন আনে না। তবে আসন্ন iPhone 17 সিরিজে উল্লেখযোগ্য ডিজাইন আপগ্রেড দেখা যাবে। নতুন ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, iPhone 17-এর রিয়ার ক্যামেরা মডিউল গুগল পিক্সেলের মতো অনুভূমিক ডিজাইনে আসতে পারে

iPhone 17

iPhone 17 এর ডিজাইন

টিপস্টার Majin Bu প্রকাশিত ছবিতে দেখা গেছে, iPhone 17-এর প্রাইমারি ও আল্ট্রা ওয়াইড ক্যামেরা অনুভূমিকভাবে সাজানো হয়েছে। এর ক্যামেরা বারটি গাঢ় রঙের এবং ডান পাশে একটি LED ফ্ল্যাশ রয়েছে। স্ট্যান্ডার্ড iPhone 17 মডেলের ক্যামেরা সেন্সর iPhone 17 Air মডেলের তুলনায় বড় হতে পারে।

iPhone 17 Pro এর ডিজাইন

টিপস্টার Jon Prosser জানিয়েছেন, iPhone 17 Pro-তে বড় ক্যামেরা বার ডিজাইন থাকবে। তবে এর লেন্স লেআউট পূর্ববর্তী প্রো মডেলগুলোর মতোই ত্রিভুজাকারে থাকবে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল-টোন ডিজাইন দেখা যেতে পারে।

Moto G05: মাত্র 6,999 টাকায় লঞ্চ হল নতুন বাজেট স্মার্টফোন!

কবে লঞ্চ হবে iPhone 17 সিরিজ?

আগের লঞ্চ টাইমলাইন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে iPhone 17 সিরিজ উন্মোচিত হতে পারে।