সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ সিরিজের মোবাইল বাজারে আনতে পারে।
তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার। আইফোন ১৭-এর ফিচার, ডিজাইন, ক্যামেরার তথ্য ফাঁস হয়েছে সম্প্রতি। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড বাজারে আসবে।
সাধারণত ‘এয়ার’ ব্র্যান্ডে ম্যাকবুক বিক্রি করে অ্যাপল। ২০০৮ সালে সান ফ্রান্সিসকোর ম্যাকওয়ার্ল্ড কনফারেন্সে ম্যাকবুক এয়ার লঞ্চ হয়েছিল। এটাই ‘এয়ার’ ব্র্যান্ডের প্রথম অ্যাপল ডিভাইস। এবার সেই সিরিজেই স্মার্টফোনের আকারে আসছে আইফোন ১৭ এয়ার।
এই ফোনটি হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন। সাধারণ আইফোনের মডেলগুলোর তুলনায় অন্তত ২ মিমি পাতলা হবে। অনুমান করা হচ্ছে, আইফোন ১৭ এয়ার ৫.৫ মিমি পুরু হবে।
এখন পর্যন্ত আইফোন ৬ ছিল সবচেয়ে পাতলা আইফোন। এটা তার চেয়েও পাতলা হতে চলেছে। আইফোন ১৭ এয়ার স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজের চেয়ে পাতলা বলে জানা গেছে।
আইফোন ১৭-এর নতুন মডেল এয়ারে যা থাকছে
এর ব্যাটারির আকারও ছোট হবে। প্রযুক্তি সাইট টিপস্টারের দাবি আইফোন ১৭ এয়ারে ৩,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি বর্তমান প্রজন্মের মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট। নতুন মডেলে ক্ষমতা বাড়ানোর জন্য উচ্চ-ঘনত্বের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল।
আইফোন ১৭ এয়ার ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য ৩,০০০ এমএএইচ সেল আকারের উচ্চ-ঘনত্বের ব্যাটারি সেল ব্যবহার করতে পারে। এই সেলগুলো সম্ভাব্যভাবে প্রকৃত ব্যাটারির ক্ষমতা ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করতে পারে। ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য অ্যাপল এই পাতলা ফোনে সিলিকন-অ্যানোড ব্যাটারি ব্যবহার করবে বলে গুজব রয়েছে।
জানা গেছে, আইফোন ১৭ এয়ারে ৬.৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। এ১৯ বায়োনিক চিপ প্রসেসর থাকবে। ৮জিবি র্যাম দেওয়া হয়েছে।
ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে ২৪ মেগাপিক্সেলের ট্রু ডেপথ লেন্স থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অ্যাপল ইন্টেলিজেন্সের একাধিক অত্যাধুনিক ফিচারও থাকবে এতে।
সূত্র: গিজমোর চায়না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।