প্রযুক্তি বিশ্বে যেন এক ধরণের উন্মাদনা শুরু হয়ে গেছে। অ্যাপলের পরবর্তী আইফোন ১৭ কে ঘিরে চলছে জল্পনা, কল্পনা আর গুজবের ঘূর্ণিঝড়। শোনা যাচ্ছে, ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যেই বাজারে আসছে নতুন এই ফোন। তবে কবে আসবে তার চেয়ে বড় প্রশ্ন— ঠিক কী নিয়ে আসছে অ্যাপল?
বিশেষজ্ঞরা বলছেন, এটি হতে যাচ্ছে অ্যাপলের সর্ববৃহৎ রিডিজাইনড আইফোন। সাধারণ একটি ক্যামেরা আপগ্রেড নয় বরং পুরো ফোনের চেহারাই পাল্টে যাচ্ছে। আরও পাতলা, আরও সাহসী ডিজাইন, এমনকি সম্ভাব্যভাবে পুরোপুরি ‘পোর্টলেস’ মানে চার্জিং কিংবা ডেটা ট্রান্সফারের জন্য আর কোনো পোর্ট থাকবে না।
নানা সূত্রে জানা যাচ্ছে, ৩ অথবা ৯ সেপ্টেম্বর (উভয়ই মঙ্গলবার) অ্যাপলের প্রধান ইভেন্ট হতে পারে। তবে ৩ তারিখটি আমেরিকার লেবার ডে’র কাছাকাছি হওয়ায় এবং বার্লিনে আইএফএ ইলেকট্রনিক শো চলার কারণে অনেকেই ৯ তারিখকেই সম্ভাব্য লঞ্চ ডেট হিসেবে ভাবছেন। এই ইভেন্টের ক’দিন পরই প্রি-অর্ডার শুরু হবে বলে ধারণা, আর ১৯ সেপ্টেম্বর নাগাদ বাজারে চলে আসবে নতুন আইফোন।
এবারের আইফোন ১৭ সিরিজে থাকতে পারে একাধিক পরিবর্তন। প্রথমবারের মতো আইফোন এয়ার নামক নতুন একটি মডেল যোগ হতে যাচ্ছে। অন্যদিকে, আগের প্লাস মডেলটি বন্ধ করে দেওয়া হয়েছে কম চাহিদার কারণে। ডিসপ্লের দিক থেকেও দেখা যাচ্ছে পরিবর্তন— আইফোন ১৭ এবং ১৭ প্রো-তে থাকছে ৬.৩ ইঞ্চি স্ক্রিন, আইফোন এয়ারে ৬.৬ ইঞ্চি, আর প্রো ম্যাক্স মডেলে বিশাল ৬.৯ ইঞ্চি ডিসপ্লে।
রঙের দিক থেকেও থাকছে নতুন চমক— যুক্ত হচ্ছে “ডেজার্ট টাইটানিয়াম” নামের একটি নতুন কালার অপশন। সঙ্গে থাকছে আগের মতো ব্ল্যাক, হোয়াইট এবং ডার্ক ব্লু।
ক্যামেরা সেকশনে অ্যাপল এবার সত্যিকার অর্থেই বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে। বিশেষ করে প্রো ম্যাক্স মডেলে থাকবে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যেখানে আগের ছিল মাত্র ১২ মেগাপিক্সেল। সামনে থাকছে নতুন ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ছয়টি অপটিক্যাল এলিমেন্টের সমন্বয়ে তৈরি, যা ভিডিও কল কিংবা সেলফি তোলার অভিজ্ঞতাকে আরও ঝকঝকে করে তুলবে।
প্রো এবং প্রো ম্যাক্স মডেলে থাকবে একেবারে নতুন ডিজাইন। আরও পাতলা বেজেল, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ন্যানো-টেক্সচার গ্লাস, এবং ছোট আকারের ডায়নামিক আইল্যান্ড — ফলে স্ক্রিন হবে আরও প্রশস্ত। নতুন মেটালেন্স প্রযুক্তি ব্যবহার করে ফেস আইডির পারফরম্যান্সও আরও উন্নত করা হচ্ছে।
পারফরম্যান্সের দিক থেকেও এই ফোন সিরিজে থাকছে বিশাল পরিবর্তন। অ্যাপলের নিজস্ব তৈরি এ১৯ প্রো চিপ, টিএসএমসির উন্নত থ্রি ন্যানোমিটার প্রসেসে তৈরি, যা আগের যেকোনো চিপের চেয়ে দ্রুত ও কার্যকর। সঙ্গে থাকছে ১২ জিবি র্যাম— আগের তুলনায় ৫০ শতাংশ বেশি।
এই শক্তিশালী হার্ডওয়্যার অ্যাপলের নতুন এআই ফিচার অ্যাপ ইন্টিলিজেন্সকে কাজে লাগাতে সাহায্য করবে। এর মধ্যে থাকবে লাইভ ট্রান্সলেশন, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি। প্রো ম্যাক্স মডেলে আরও থাকছে অ্যাপলের নিজস্ব ডিজাইনের ওয়াইফাই চিপ এবং ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, যাতে হিটিংয়ের সমস্যা কম হয়।
ছবির দিক দিয়ে যারা পেশাদার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে আগ্রহী, তাদের জন্য আইফোন ১৭ প্রো ম্যাক্স হতে পারে এক অনন্য সহকারী। তিনটি ৪৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে ৮এক্স অপটিক্যাল জুম, ৮কে ভিডিও রেকর্ডিং এবং নতুন প্রো ক্যামেরা অ্যাপ— সব মিলিয়ে এটি হতে চলেছে একটি পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ টুল।
ব্যাটারিও এবার আরও বড় পাঁচ হাজার এমএএইচ, যা দিয়ে একটানা ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর জন্য ফোনের পেছনের অংশ সামান্য মোটা হয়েছে, মাত্র ৮.৭২৫ মিমি। তবে ডিজাইনে ব্যবহার করা হয়েছে মিশ্র অ্যালুমিনিয়াম ও গ্লাস, যাতে থাকে প্রিমিয়াম লুক এবং ওয়ারলেস চার্জিং সাপোর্ট।
মূল্যের দিক থেকে প্রো ম্যাক্স মডেলটি এবার বেশ চমকে দিতে পারে। যুক্তরাষ্ট্রে এর দাম হতে পারে প্রায় ২ হাজার ৩০০ ডলার, ভারতীয় বাজারে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি এবং দুবাইয়ে ধরণা করা হচ্ছে প্রায় ৫ হাজার ৩৯৯ দিরহাম।
এই দামের পেছনে যুক্তি হিসেবে অ্যাপল বলছে নতুন ডিজাইন, উন্নত ক্যামেরা, এআই ফিচার এবং পারফরম্যান্স আপগ্রেড — সব মিলিয়ে এটি এমন একটি ডিভাইস যা ভবিষ্যতের প্রযুক্তির জন্য প্রস্তুত।
সবকিছু মিলিয়ে, আইফোন ১৭ সিরিজ হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় রিলিজগুলোর একটি। প্রযুক্তি প্রেমীরা অধীর আগ্রহে দিন গুনছেন সেপ্টেম্বরের। তখনই জানা যাবে, এই নতুন আইফোন কেবল ফোন, না প্রযুক্তির পরবর্তী ধাপে এক লাফ!
সূত্র: গালফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।