বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপল তাঁদের ইতিহাসের সবচেয়ে পাতলা বা স্লিম আইফোনটি তৈরি করতে যাচ্ছে। আগামী বছর আইফোন ১৭ সিরিজের অংশ হিসেবে এই আইফোনটি বাজারে আসতে পারে। ৫ থেকে ৬ সেন্টিমিটার পুরু এই ফোনটির নাম ‘আইফোন ১৭ এয়ার’ বলে জানা গেছে। সম্প্রতি দ্য ইনফরমেশনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে আইফোন ১৭ সম্পর্কিত ফাঁস হওয়া বিস্তারিত তথ্য জানা যায়।
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো বাস্তবে পরিণত হলে, আইফোন ১৭ সিরিজের ফোন ইতোপূর্বে বাজারে আসা আইফোনের চেয়ে অনেকটাই ভিন্ন হতে চলেছে। প্রথমত, পরবর্তী সিরিজের আইফোনের ফ্রেম বা বডিতে টাইটানিয়ামের ব্যবহার না-ও হতে পারে।
বিষয়টি অবাক করার মতো কেননা ২০২৩ সালেই আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি দিয়ে আইফোনে প্রথম টাইটানিয়ামের ব্যবহার শুরু হয়। প্রতিবেদনটি জানাচ্ছে, আইফোন ১৭ সিরিজের সকল মডেলেই অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।