বাজারে এসেছে নতুন আইফোন ১৭। নতুন মোবাইল ফোনটি ইতিমধ্যেই অনেকে কিনেছেন। আবার অনেকে কেনার চেষ্টা করছেন। আর যারা কিনতে পারছেন না তারা শুধুই দেখছেন।
তবে মাহি সিং নামে ভারতের উত্তরপ্রদেশের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইফোন কেনার জন্য ভক্তদের কাছে রীতিমতো ভিক্ষা চেয়েছেন। তিনি তাদের অনুরোধ করেছেন, এক রুপি, দুই রুপি, তিন রুপি যে যত পারুক তাকে যেন সহায়তা দেন।
আইফোন কিনতে ভক্তদের কাছে ভিক্ষা চাওয়ার এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তিনি ভক্তদের বলছেন, “আইফোন ১৭ প্রো মাত্র বাজারে এসেছে। আর এটির কালারটি আমার পছন্দ হয়েছে। তিন মাস আগে আমার বাবা আমাকে একটি আইফোন ১৬ কিনে দিয়েছেন। আগামী ২১ অক্টোবর আমার জন্মদিন। এদিন আমি আইফোন ১৭ প্রো চাই। কিন্তু বাবা আমাকে এটি কিনে দেবেন না।”
“যদি আপনারা সবাই প্রত্যেকে এক, দুই, তিন বা চার রুপি করে দেন তাহলে আমি এ ফোন কিনতে পারব এবং আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাব। এটি আমার স্বপ্নকে সত্যি করবে। সত্যি আমার ফোনটি অনেক পছন্দ হয়েছে। যা ভাষায় প্রকাশ করতে পারব না।”
लखीमपुर की ब्यूटी क्वीन माही सिंह एक एक,दो दो रुपये मांग रही है 17 प्रो मैक्स फोन लेने के लिए….. pic.twitter.com/YvpoJymsH9
— Sajid Ali (@Sajid7642) September 25, 2025
তার এ ভিক্ষা চাওয়া নিয়ে সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বেশিরভাগ মানুষ এটির সমালোচনা করেছেন। একজন লিখেছেন, “যারা এমন ভিডিওর জন্য ফোন চাপেন তারা আসলে তাকে ১-২ রুপি করে দেবে। যেটি তিনি ভিক্ষা চাইছেন।”
Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরসহ বাজারে আসছে Poco F8 সিরিজ
অপর একজন এই নারী ইনফ্লুয়েন্সারের পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন এ নারী গরীব হওয়ায় মানুষ তাকে নিয়ে মজা নিচ্ছে। কিন্তু অনেক ধনী ব্যক্তি যে অনুদান সংগ্রহের নামে অনলাইনে ভিক্ষা করে তখন কেউ কিছু বলেন না।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।