অ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর একটি বড় অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানেই কোম্পানিটি নতুন iPhone 17 এবং নতুন অ্যাপল ওয়াচসহ আরও কিছু ডিভাইস উন্মোচন করবে।
২০১২ সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপল নতুন আইফোন প্রকাশ করে আসছে। তাই এবারের আয়োজনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে।
আইফোন অ্যাপলের সবচেয়ে বড় আয়ের উৎস। বিনিয়োগকারী ও প্রযুক্তি বাজার সংশ্লিষ্টদের দৃষ্টি এখন এই ঘোষণার দিকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অ্যাপল এখনও কতটা উদ্ভাবনী তা বোঝার জন্য সবাই অপেক্ষা করছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ইভেন্টে “অত্যন্ত পাতলা” বা সুপার স্লিম iPhone 17 আসতে পারে। একে বলা হচ্ছে “আইফোনের ম্যাকবুক এয়ার”— অর্থাৎ দেখতে হবে আরও স্মার্ট ও হালকা। তবে এতে ব্যাটারি ও ক্যামেরার মান কিছুটা কমতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন ডিজাইন গ্রাহকদের মধ্যে আবারও আগ্রহ সৃষ্টি করতে পারে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বাজারে ভাঁজযোগ্য (foldable) স্মার্টফোন এলেও আইফোনের বাহ্যিক রূপে বড় পরিবর্তন আসেনি। ছোট সাইজের আইফোন মিনি এবং বড় সাইজের আইফোন প্লাস তেমন জনপ্রিয়তা পায়নি। বিশ্লেষকদের মতে, ২০২৫ সাল থেকে অ্যাপল হয়তো প্লাস মডেলটি বাদ দিতে পারে।
এবার শুধু নতুন স্লিম মডেলই নয়, বরং স্ট্যান্ডার্ড iPhone 17 এবং প্রো মডেলও উন্মোচন হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলে প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারির কিছু উন্নতি থাকবে। অন্যদিকে প্রো মডেলগুলোতে থাকবে উন্নত ক্যামেরা, বড় স্ক্রিন, আরও শক্তিশালী প্রসেসর এবং টাইটানিয়াম বডি।
iQOO 15 Pro : 6.85-ইঞ্চি 2K LTPO OLED ডিসপ্লেসহ আসছে ফ্ল্যাগশিপ ফোন!
এদিকে শুল্ক সংক্রান্ত চাপে পড়েছে অ্যাপল। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় শুল্ক বাবদ খরচ বাড়তে পারে প্রায় ১.১ বিলিয়ন ডলার। তবে এই সমস্যার সমাধানে অ্যাপল যুক্তরাষ্ট্রমুখী বেশিরভাগ আইফোন উৎপাদন ভারতে সরিয়ে নিয়েছে। যদিও নতুন শুল্কে স্মার্টফোন খাত আপাতত ছাড় পাচ্ছে। এছাড়া অ্যাপল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে নিজস্ব সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।