2025 সালের সেপ্টেম্বর মাসে গ্লোবাল বাজারে Apple তাদের নতুন iPhone 17 সিরিজ লঞ্চ করতে পারে। অন্যদিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই সিরিজের সবচেয়ে কম দামের ফোন iPhone 17e আগামী বছর পেশ করা হতে পারে। এটি হবে আগের iPhone 16e ফোনের আপগ্রেড ভার্সন। চলতি বছরের শুরুতে iPhone 16e লঞ্চ হয়েছিল, যা দারুণ সাড়া ফেলেছিল। এবার নতুন মডেলটি আরও শক্তিশালী ফিচারসহ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বস্ত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী, আপকামিং iPhone 17e-তে থাকতে পারে 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে। তবে এটি হবে 60Hz লো-পাওয়ার প্যানেল, যেটি আগের iPhone 16e মডেলেও ব্যবহার করা হয়েছিল। ফোনটিতে Dynamic Island ডিজাইন দেওয়া হবে। প্রসেসিঙের জন্য যুক্ত থাকবে Apple এর নতুন A19 চিপসেট, যা পারফরম্যান্সকে আরও উন্নত করবে।
ক্যামেরার দিক থেকেও বড় পরিবর্তন আসতে পারে। সামনের ক্যামেরায় থাকতে পারে 12MP সেন্সর এবং 3D ফেস রেকগনিশন ফিচার। অন্যদিকে রেয়ার ক্যামেরায় যুক্ত হতে পারে 48MP প্রাইমারি সেন্সর। ডিজাইনেও দেখা যেতে পারে কিছু বড় আপডেট।
iPhone 17e ফোনটি এন্ট্রি-লেভেল iPhone হিসেবেই আসবে, তবে এতে থাকবে উন্নত প্রসেসর ও সফটওয়্যার সাপোর্ট। আগের iPhone 16e বাজারে ভালো রেসপন্স পেয়েছিল। এবার নতুন ফোনটি ইউজারদের মধ্যে কেমন সাড়া ফেলে সেটাই দেখার বিষয়।
অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে 2026 সালের প্রথম কোয়ার্টারে iPhone 17e বাজারে আসবে। দাম হতে পারে 600 থেকে 700 ডলার অর্থাৎ প্রায় 55,000 থেকে 65,000 টাকা। ভারতের বাজারেও এটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
যারা নতুন আইফোন ব্যবহার করতে চান কিন্তু বেশি খরচ করতে চান না, তাদের জন্য iPhone 17e হতে পারে সেরা পছন্দ। তবে এর 60Hz ডিসপ্লে কিছুটা হতাশা তৈরি করতে পারে। সব মিলিয়ে বলা যায়, কম দামে iPhone ব্যবহারের স্বপ্ন পূরণ করবে আসন্ন iPhone 17e।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।