বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছে অ্যাপল। যদিও গত বছর আইওএস ১৫ উন্মুক্ত করেছিল টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। এবার উন্মুক্ত করতে যাচ্ছে আইওএস ১৫.৪ অপারেটিং সিস্টেম। এবারে অপারেটিং আপডেটে বেশ কিছু ফিচার যুক্ত করা হচ্ছে।
১. মাস্ক পরিহিত ফেস আইডি : স্মার্টফোনের অধিক নিরাপত্তায় অনেক ব্যবহারকারী লকের সঙ্গে ফেস সংযুক্ত করে থাকেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুখে মাস্ক থাকার কারণে ঝামেলায় পড়তে হয় ব্যবহারকারীদের। এ সমস্যা বিবেচনায় নিয়ে অ্যাপল তাদের ব্যবহারকারীদের জন্য মাস্ক পরিধান অবস্থায় ফেস লক ব্যবহারের সুবিধা যুক্ত করছে।
২. ৩৭ নতুন ইমোজি : নতুন অপারেটিং সিস্টেম এবার ৩৭ টি নতুন ইমোজি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এবং থাকবে ৭৫টি স্ক্রিন টোন এডিশন। এগুলোর কাজ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে আইফোন এবং আইপ্যাডে যুক্ত হবে। আলাদা করে আপডেট করতে হবে না।
৩. শেয়ার প্লে সুবিধা : শেয়ার মেনুর মাধ্যমে শেয়ার প্লে অপশন যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা তাদের মধ্যে একই সঙ্গে মুভি, মিউজিক শেয়ার করতে পারবে।
নদীর শুকনো মাটি থেকে বের হচ্ছে কই মাছের ঝাক, মুহূর্তে তুমুল ভাইরাল
৪. এয়ারপডে পপ আপ সুবিধা : এয়ারপডে পপ আপ সুবিধা যুক্ত করা হলে যখনই এয়ারপড কেস খোলা হবে তখন স্মার্টফোনের চার্জ কত শতাংশ আছে তা এয়ারপডে দেখা যাবে। সূত্র : গ্যাজেট নাউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।