প্রতি বছর নতুন মডেলের আইফোন আসার আগেই প্রযুক্তি বিশ্বে তৈরি হয় ব্যাপক আগ্রহ। ব্যবহারকারীদের মতো অ্যাপলও চেষ্টা করে নতুনত্ব আনতে। তবে সামনের কয়েক বছরে যে সব চমক আসতে পারে, তার একটি খসড়া চিত্র উঠে এসেছে বিশেষজ্ঞদের বিশ্লেষণে।
২০২৬-এর আগে থাকছে না ‘হোল-ফ্রি’ আইফোন
আইফোনে হিডেন ফেস আইডি, বেজেলহীন স্ক্রিন ও পাঞ্চ-হোলহীন ডিজাইন এখনও অনেক দূরের বিষয়। মার্কিন প্রযুক্তি গবেষক এবং ডিসপ্লে সাপ্লাই চেইনের প্রধান নির্বাহী রস ইয়ং জানিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলোর দেখা ২০২৬ সালের আগে পাওয়ার সম্ভাবনা নেই।
তাঁর মতে, বহুল প্রতীক্ষিত হোল-ফ্রি আইফোন পেতে ব্যবহারকারীদের আরও অপেক্ষা করতে হবে।
২০তম বর্ষপূর্তিতে আসতে পারে বেজেলহীন ডিজাইন
২০২৭ সালে আইফোনের ২০তম জন্মবার্ষিকীতে সম্পূর্ণ বেজেলহীন ও গ্লাস ব্যাক প্যানেল যুক্ত আইফোন বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। তবে এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
বিশ্লেষকদের মতে, এই মডেল হবে তরুণপ্রজন্মকেন্দ্রিক এক ঝকঝকে ডিজাইনের ডিভাইস। ফোনের ফ্রেম হবে রাউন্ডেড, যার পুরো সামনের অংশজুড়ে থাকবে স্ক্রিন।
স্ক্রিনের নিচেই চলে যাবে ফেস আইডি ও সেলফি ক্যামেরা
নতুন প্রযুক্তির আইফোনে ফেস আইডি সেন্সর ও সেলফি ক্যামেরা থাকবে অ্যামোলেড ডিসপ্লের নিচে। ফলে স্ক্রিনে আর থাকবে না কোনো কাটআউট বা ছিদ্র। তবে সম্পূর্ণ ‘হোল-ফ্রি’ অভিজ্ঞতা পেতে সময় লাগবে আরও কিছু বছর।
রস ইয়ং এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের আগে এমন ধরনের ডিভাইস বাজারে আনতে পারবে না অ্যাপল।
আপাতত কাটআউটই থাকবে, তবে আরও ছোট হবে
বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপল চাইলে কিছু ফেস আইডি সেন্সর স্ক্রিনের নিচে লুকিয়ে রাখতে পারে। এতে স্ক্রিনে থাকবে ছোট পিল-শেপড কাটআউট, যা বর্তমান ডিজাইনের চেয়ে আরও কম চোখে পড়বে। তবে পুরোপুরি ছিদ্রমুক্ত ডিসপ্লে এখনও কয়েক বছরের দূরত্বে।
২০৩০ সাল পর্যন্ত পাঞ্চ-হোল ক্যামেরা থাকছেই
রস ইয়ং আরও জানান, আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি এখনও সেলফি ক্যামেরার মানের দিক দিয়ে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তাই ২০৩০ সাল পর্যন্ত আইফোনে সেলফি ক্যামেরা থাকবে পাঞ্চ-হোলেই। সেই সঙ্গে চলতে থাকবে আন্ডার ডিসপ্লে প্রযুক্তির উন্নয়ন।
ভবিষ্যতের আইফোন: ধাপে ধাপে আসছে পরিবর্তন
সারসংক্ষেপে বলা যায়, অ্যাপল তাদের আইফোন মডেলে নিচের দিকগুলোতে পরিবর্তনের দিকে এগোচ্ছে:
- ২০২৬: সম্ভবত ফেস আইডির কিছু সেন্সর স্ক্রিনের নিচে যাবে
- ২০২৭: আইফোনের ২০তম বর্ষে আসতে পারে বেজেলহীন, গ্লাস ব্যাক ডিজাইন
- ২০২৮: স্ক্রিনের নিচে থাকবে থ্রিডি ফেস রিকগনিশনের পূর্ণাঙ্গ সেন্সর
- ২০৩০: সেলফি ক্যামেরার পাঞ্চ-হোল ডিজাইন থাকবে অব্যাহত
আইফোন প্রযুক্তির দিক দিয়ে ক্রমাগত নতুনত্ব আনছে। তবে যেসব পরিবর্তন নিয়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—তা পেতে সময় লাগবে আরও কয়েক বছর। অ্যাপলের মতো প্রতিষ্ঠান প্রযুক্তির গুণগত মান ও পারফেকশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বলেই তারা কোনও ফিচার পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত তা বাজারে আনেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।