আসছে আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’

নাথিং ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগেই জানা গিয়েছিল চলতি বছর লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং প্রথমবারের মতো বাজারে স্মার্টফোন নিয়ে আসছে। ফোনটির মডেল নাথিং ফোন ১। তবে ঠিক কবে নাগাদ বাজারে আসছে তা জানা ছিল না। এবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো ২১ জুলাই বাজারে আসছে আইফোনের বিকল্প নাথিং ফোন।

নাথিং ফোন

প্রতিষ্ঠানটির দাবি, তাদের এই ফোন আইফোনের বিকল্প হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্ল পেই এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২০ সালের সেপ্টেম্বর মাসে নাথিং ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন।

সম্প্রতি এক অনলাইন ইভেন্টে নাথিং জানায়, আইফোনকে টক্কর দিতেই আধুনিক প্রযুক্তিসম্পন্ন তাদের এই ফোন বাজারে আসছে। তবে আইফোনকে পেছনে ফেলতে আসা ফোনটিতে ফিচার হিসেবে কি থাকছে তা জানানো হয়নি।

অবশ্য প্রযুক্তি সংস্থা টিপ্সটার ফোনটির আংশিক তথ্য ফাঁস করেছে। সেখান থেকে জানা যাচ্ছে, আইফোনের তুলনায় নাথিং ফোনের দাম অনেকটাই কম হবে। ফোনটিতে সম্ভবত ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের ব্যবহার দেখা যেতে পারে ফোনটিতে। র‌্যাম থাকতে পারে ৮ জিবি এবং রম ১২৮ জিবি।

ফোনটিতে ট্রিপল ক্যামেরার সেটআপ থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাচারি। ওয়ারলেস চার্জারের ফোনটি চলবে নাথিং ওএস প্ল্যাটফর্মে।

যৌ ন তার টোপ ফেলতে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান

নাথিং কোম্পানির উন্মোচনের তারিখ ঘোষণার পাশাপাশি ফোনটির দাম সর্ম্পকে জানিয়ে দিয়েছে। দাম হবে ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা। যা আইফোনের তুলনায় অনেকটাই কম।