আইফোনের ডিসপ্লেতে সবুজ ও কমলা রঙের ডট দেখায় কেন

iphone

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোনের ডিসপ্লেতে সবুজ অথবা কমলা রঙের ছোট্ট ছোট্ট ডট হয়তো অনেকেই দেখেছেন। এই বিষয়ে অধিকাংশ মানুষ জানেন না। কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সহজ ভাষায় বলতে গেলে, কোনও অ্যাপ অথবা সার্ভিস সক্রিয়ভাবে যদি মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যাক্সেস করার চেষ্টা করে, তাহলে এই ডটগুলো ইন্ডিকেটর হিসেবে সেই বিষয়টাকে শনাক্ত করতে সাহায্য করে।

iphone

অডিও রেকর্ডারের মতো কোনও অ্যাপ, যা শুধুমাত্র অন থাকা অবস্থায় মাইক্রোফোন ব্যবহার করে, তখন আইফোন দেখাবে কমলা রঙের ডট। আবার এমন কোনও অ্যাপ যা অ্যাক্টিভ অবস্থায় ক্যামেরা ব্যবহার করে, তখন আইফোনের ডিসপ্লের একেবারে উপরে সবুজ রঙের ডট দেখা যাবে। একই ভাবে যখন কোনও অ্যাপ মাইক্রোফোন এবং ক্যামেরা উভয়ই ব্যবহার করে, তখন শুধুমাত্র সবুজ ডট ভেসে ওঠে।

আইওএস ১৪ রিলিজের সঙ্গে সঙ্গে এই ফিচারটিও প্রকাশ্যে এনেছে অ্যাপল। আর এই ফিচার পাওয়া যায় সমস্ত আধুনিক আইপ্যাড এবং ম্যাকে। যেখানে আইপ্যাড ওএস এবং ম্যাকওসের লেটেস্ট ভার্সন চলে।

কিন্তু এই ফিচারটি কি অফ করা সম্ভব? একেবারেই না। আসলে নিজের আইফোনের কমলা কিংবা সবুজ ডটের উপস্থিতি ডিজেবল করা সম্ভব নয়। যদিও তার পরিবর্তে ব্যবহারকারী অ্যাক্সেসের সীমা বেঁধে দিতে পারেন। এর জন্য নির্দিষ্ট কিছু অ্যাপে ক্যামেরা অথবা মাইক্রোফোনের অ্যাক্সেস বেঁধে দেওয়া যেতে পারে সেটিংস, প্রিভেসি এবং সিকিউরিটি মেন্যু থেকে।

আসলে ক্যামের আর মাইক্রোফোনের রিয়েল-টাইম অ্যাক্টিভিটি এবং এর ব্যবহার সম্পর্কে ব্যবহারকারীদের তথ্য দেবে এই ফিচার। ফলে ব্যবহারকারীদেরও অনেক সুবিধা হয়। এর পাশাপাশি এই ফিচারের মাধ্যমে এমন কোনও অবৈধ অ্যাপ শনাক্ত করা সম্ভব, যেগুলো গোপনে ব্যবহারকারীর আইফোনের হার্ডওয়্যার অ্যাক্সেস করছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে কি ব্যাটারি চলে যায়। খুব একটা বেশি নয়। বেশিরভাগ আধুনিক আইফোনে থাকে ওলিড স্ক্রিন। এই ইন্ডিকেটরগুলো শুধুমাত্র স্ক্রিনে পিক্সেল আলোকিত করে। যার জেরে ব্যাটারি ড্রেন আউট হতে শুরু করে।

অন্য কেউ যদি ব্যবহারকারীর আইফোন নিয়ন্ত্রণ করেন, তাহলে এই ইন্ডিকেটরগুলো ব্যবহারকারীর জন্য ত্রাতা হয়ে উঠবে। আইফোন না ব্যবহার করা সত্ত্বেও যদি ইন্ডিকেটরগুলো অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝতে হবে যে, দূরে বসে কেউ কোনও অ্যাপ অথবা পরিষেবার মাধ্যমে সেই ব্যবহারকারীর আইফোন অ্যাক্সেস করছেন।

জামা-কাপড় কম কেন পড়েন জানালেন উরফি জাভেদ

নিজের আইফোনের হোমস্ক্রিনে সবুজ অথবা কমলা ইন্ডিকেটর দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, কেউ কোনও অ্যাপ অথবা পরিষেবার মাধ্যমে এই ফিচারগুলো ব্যবহার করবে। সেই অ্যাপ অথবা সার্ভিসকে নিজের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস থেকে চেক করতে পারবেন। এরপর সেটাকে আইফোন রিমুভ অথবা ডিজেবল করে দিতে হবে।