আইফোনের নতুন দারুন ফিচার, যা আপনাকে অবাক করবে

আইফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি অ্যাপল আইফোনের নতুন কিছু ফিচার সুবিধা দিয়ে আইওএস ১৭ প্রকাশ করেছে। অ্যাপলের এই আইওএস আপডেট আইফোন এক্সএস এবং এর থেকে আপডেটেড মডেলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমানে ডেভেলপার অ্যাকাউন্টধারীরা অ্যাপলের এ বেটা ভার্সনটি ব্যবহার করতে পারলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য জুলাই মাসে এর পাবলিক ভার্সন আসবে বলে জানিয়েছে অ্যাপল।

আইফোন

চলুন আইওএস ১৭-এর উল্লেখ্যোগ্য আপডেটগুলো সম্পর্কে জেনে নেয়া যাক–

কনটাক্ট পোস্টার:
আইওএস ১৭ ভার্সনের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা নিজের মতো করে একটি কনটাক্ট পোস্টার তৈরি করতে পারবেন। এ পোস্টারটি অন্য আইফোনে কল দেয়ার সময় স্ক্রিনে দেখা যাবে। এ পোস্টারে নিজের পছন্দমতো ছবি, ইমোজি, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট ব্যবহার করা যাবে।

অটোকারেকশন মোড:
অ্যাপল জানায়, তাদের এ ভার্সনটিতে ‘স্টেট অব দ্য আর্ট ল্যাংগুয়েজ’ মডেল ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কোনো কিছু লেখার সময় শব্দ প্রেডিক্ট করার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

স্ট্যান্ডবাই মোড:
এ ভার্সনের আরেকটি চমকপ্রদ ফিচার হলো স্ট্যান্ডবাই মোড। এটি অ্যাপলের একটি ফুল স্ক্রিন ভিউ। যার মাধ্যমে ফোন চার্জ হওয়ার সময় দূর থেকেই বিভিন্ন স্টাইলে ঘড়ি, ক্যালেন্ডার, পছন্দনীয় ছবি, আবহাওয়া সম্পর্কিত তথ্য, মিউজিক প্লে ব্যাক কন্ট্রোলসহ নানা ধরনের তথ্য ফুলস্ক্রিনে দেখা যাবে। এ মোডটি অ্যাপলের নাইটস্ট্যান্ড চার্জিং, কিচেন কাউন্টার বা ডেস্কের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটি লাইভ অ্যাকটিভিটিজ, সিরি, ইনকামিং কল এবং নোটিফিকেশনও সাপোর্ট করে।

নেমড্রপ:
এ সুবিধার ফলে দুজন ব্যবহারকারী তাদের পছন্দমতো নম্বর, ই-মেইল এমনকি পোস্টার কনটাক্টও শেয়ার করতে পারবেন। তবে নেমড্রপের সুবিধা পাওয়ার জন্য একজন আইফোন ব্যবহারকারী অপর একটি আইফোনের কাছাকাছি এলেই তা শেয়ার করতে পারবেন।

লাইভ ভয়েস মেইল:
এ সুবিধায় কোনো ভয়েস মেইল এলে সেটি রিয়েল টাইম ট্রান্সকিপশনের মাধ্যমে স্ক্রিনে দেখা যাবে। তখন কলার যদি এটিকে গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে সেটি পিক করতে পারবেন।

অফলাইন ম্যাপ:
অ্যাপলের আইওএস ১৭ ভার্সনে অফলাইনে ব্যবহার করার জন্য অ্যাপল ম্যাপ ডাউনলোড করা যাবে।

সোয়াইপ রিপ্লাই:
অ্যাপলের নতুন এ ভার্সনটিতে কোনো মেসেজ এলে সঙ্গে সঙ্গেই সেটির সোয়াইপ রিপ্লাই করা সম্ভব।

৯ হাজার টাকার স্মার্টফোন এক চার্জেই চলবে টানা ৩২ দিন

উল্লেখ্য, ব্যবহারকারীদের কথা চিন্তা করে অ্যাপল দিন দিন তাদের প্রযুক্তি উন্নত করার মাধ্যমে স্মার্টফোনের শীর্ষ পর্যায়ে চলে আসছে। এরই ধারাবাহিকতায় অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আইওএস ১৭ ভার্সনটি নিয়ে এসেছে।