বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি) থেকে সম্পূর্ণ সরে এসে এবার থেকে আইফোনের সকল মডেলেই ওলেড ডিসপ্লে ব্যবহার করতে যাচ্ছে অ্যাপল। সম্প্রতি কোনো সূত্র উল্লেখ না করে জাপানের নিক্কেই পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবী করা হয়েছে।
বর্তমানে কেবলমাত্র আইফোন এসই মডেলেই এলসিডি ডিসপ্লে দেখা যায়। তবে নিক্কেই প্রতিবেদন সত্য হলে ২০২৫ সাল থেকে আইফোনের স্বল্প-মূল্যের এই মডেলেও দেখা যাবে ওলেড ডিসপ্লে। উল্লেখ্য, আইফোন এসই ব্যতীত আইফোনের প্রিমিয়াম মডেলের সবগুলোতেই ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়।
নিক্কেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অ্যাপল ২০২৫ সালের আইফোন এসই মডেলের জন্য ওলেড ডিসপ্লে তৈরি করতে যাচ্ছে চায়নার বিওই টেকনোলজি গ্রুপ এবং দক্ষিণ কোরিয়ার এলজি ডিসপ্লে। ইতোমধ্যেই অ্যাপল প্রতিষ্ঠান দুটির কাছে ওলেড ডিসপ্লে অর্ডার করেছে বলেও জানা গেছে।
অ্যাপলের এই সিদ্ধান্তে আইফোন ব্যবহারকারীরা খুশি হলেও কপাল পুড়তে যাচ্ছে জাপানের এলসিডি ডিসপ্লে নির্মাতা জাপান ডিসপ্লে ও শার্প-এর। আইফোন এসই মডেলের জন্য এলসিডি ডিসপ্লে এতোদিন এই দুটি প্রতিষ্ঠানই সরবরাহ করে আসছিলো। উল্লেখ্য এক দশক আগেও আইফোনের ৭০ শতাংশ ডিসপ্লে তৈরি করতো জাপান ডিসপ্লে ও শার্প।
কিন্তু ২০১৭ সালে আইফোন এক্স মডেলটিতে প্রথম ওলেড ডিসপ্লে ব্যবহারের পর থেকে অ্যাপল ক্রমান্বয়ে তাদের প্রিমিয়াম মডেলগুলোতে ওলেড ডিসপ্লে ব্যবহার করতে শুরু করে। ফলে আইফোনের ডিসপ্লে’তে জাপান ডিসপ্লে ও শার্প-এর শেয়ার কমতে থাকে। অন্যদিকে বর্তমানে আইফোনের ওলেড ডিসপ্লের মোট চাহিদার অর্ধেকই পূরণ হয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং এর হাত ধরে। পাশাপাশি এলজি’র ৩০ শতাংশ এবং বিওই-এর শেয়ার ২০ শতাংশ। অর্থাৎ আইফোনের ডিসপ্লে চাহিদার প্রায় পুরোটাই এখন দক্ষিণ কোরিয়া ও চায়না থেকেই পূরণ করা হয়।
এলসিডি ডিসপ্লের তুলনায় ওলেড (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) ডিসপ্লের অনেক ভালো কনট্রাস্ট রেশিও, কালার অ্যাকিউরেসি, ভিউইং অ্যাঙ্গেল প্রদান করে থাকে। তবে এলসিডি’র চেয়ে ওলেড ডিসপ্লের দামও বেশি। এখন প্রশ্ন হচ্ছে, আইফোন এসই-তে ওলেড ডিসপ্লে ব্যবহার করার ফলে এর দাম আগের তুলনায় বৃদ্ধি পায় কিনা। কেননা আইফোন এসই স্বল্প-মূল্যের মডেল হিসেবেই পরিচিতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।