বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোনের প্রতিষ্ঠানগুলো প্রতি মাসে কিছু না কিছু নতুন চমক নিয়ে বাজারে হাজির হয়। পুরনোকে পেছনে ফেলে নতুন নতুন ফিচার যোগ হয়। ২০২৪ সালে সেরা ফোনের তালিকা প্রকাশিত হয়েছে। গত বছরে সব থেকে বেশি যে ফোনটি কিনেছেন ক্রেতারা তা হলো আইফোন ১৫। অর্থাৎ আবারও কর্তৃত্ব ধরে রেখেছে অ্যাপল।
২০২৪ সালে রচযড়হব ১৬ সিরিজ লঞ্চ হলেও, গোটা বছরে বাজার কাঁপিয়েছে আইফোন ১৫। এই ফোন ২০২৩ সালে অফিসিয়ালি লঞ্চ হয়। এটির কেনার জন্য কার্যত জনসমুদ্র নেমেছিল দুবাই, সিঙ্গাপুর, দিল্লি ও মুম্বইয়ের অ্যাপল স্টোরের বাইরে। অনলাইন ও অফলাইনে সব থেকে বেশি বিক্রি হয়েছে এই মডেল, যার দরুন ২০২৪ সালের সেরা স্মার্টফোনের তকমা জিতে নিয়েছে রচযড়হব ১৫।
ক্যানালিসের রিপোর্ট অনুযায়ী, গোটা বিশে^ অ্যাপল আইফোনের বার্ষিক বিক্রির ৩ শতাংশ হলো আইফোন ১৫ সিরিজ। শুধু প্রথম স্থান নয়, দ্বিতীয় স্থানেও জায়গা করে নিয়েছে অ্যাপলের আরও এক ডিভাইস রচযড়হব ১৬ চৎড় গধী। এটি ২০২৪ সালে দ্বিতীয় সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন। প্রথমে দশে রয়েছে আরও দুটি মডেলÑ রচযড়হব ১৬ চৎড় এবং রচযড়হব ১৬।
বিক্রির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স। আইফোন ছাড়াও প্রথমে দশে জায়গা করে নিয়েছে স্যামসাং অ সিরিজের স্মার্টফোন। নবম স্থানে রয়েছে ফ্ল্যাগশিপ মডেল ঝধসংঁহম এধষধীু ঝ২৪ টষঃৎধ। গত বছরে, মোট ২২৫.৯ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। কোম্পানির মার্কেট শেয়ার ১৮ শতাংশ। তারপর রয়েছে স্যামসাং এবং ঢরধড়সর। দুই কোম্পানির মার্কেট শেয়ার যথাক্রমে : ১৮ ও ১৪ শতাংশ। ২০২৪ সালে শীর্ষ ৫টি স্মার্টফোন ব্র্যান্ড হলোÑ অ্যাপল, স্যামসাং, শাওমি, ট্রানসিসন এবং ওপ্পো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।