বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোনের মূল্যবৃদ্ধি নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
সোমবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, ২০২৫ সালের শরতে বাজারে আসতে যাওয়া নতুন আইফোন মডেলগুলোর দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। শুধু দাম নয়, নতুন আইফোনে ফিচার ও ডিজাইনেও পরিবর্তন আনার কথা ভাবছে কোম্পানিটি।
এই খবরে বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। প্রিমার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে যায় বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, আইফোনের দাম বাড়ানো হলেও অ্যাপল চায় না কেউ মনে করুক—চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির কারণে এই দাম বাড়ছে। যদিও অ্যাপলের বেশিরভাগ পণ্য চীনে তৈরি, তবুও প্রতিষ্ঠানটি চাইছে মূল্যবৃদ্ধির পেছনে অন্য কারণ তুলে ধরতে।
রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলেও অ্যাপল কোনো মন্তব্য করেনি।
এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আমদানিশুল্ক বাড়ানোর বিষয়ে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে অ্যাপলের পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুল্ক বৃদ্ধির প্রভাবে একটি আইফোনের দাম সর্বোচ্চ ২,৩০০ ডলার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে বলা হয়, এই শুল্কের ফলে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির উৎপাদন খরচ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সেই অতিরিক্ত খরচ ভোক্তাদের ওপর চাপানো হবে কি না, সে বিষয়ে তখনও অনিশ্চয়তা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।