আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আইফোন উৎপাদনের রেকর্ড করেছে এই ফোনের উদ্ভাবক প্রতিষ্ঠান অ্যাপল। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন— ৬ মাসে ভারতের আইফোনের কারখানায় তৈরি হয়েছে ২ কোটি ৩৯ লাখ আইফোন।
মোবাইল ফোনের বাজার পর্যবেক্ষণ সংস্থা ক্যানালিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ২০১৭ সালে উৎপাদন শুরুর পর এই প্রথম কোনো বছরেরর জানুয়ারি থেকে জুন প্রান্তিকে এত সংখ্যক মোবাইল ফোন তৈরি হয়েছে ভারতীয় কারখানায়।
গত বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতের কারখানায় তৈরি হয়েছিল ১ কোটি ৫০ লাখ ৫০ হাজারটি আইফোন। সেই তুলনায় চলতি বছর শতকরা হিসেবে ফোনের উৎপাদন বেড়েছে ৫৩ শতাংশ।
উৎপাদন বৃদ্ধির ফলে রপ্তানির হারও বেড়েছে স্বাভাবিকভাবেই। ক্যানালিসের বাণিজ্যিক প্রতিবেদন বলছে, ২০২৫ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারত থেকে বহির্বিশ্বে রপ্তানি হয়েছে ২ কোটি ২৫ লাখ ৬০ হাজার আইফোন। বাকি ১৩ লাখ ৪০ হাজার ফোন বিক্রি হয়েছে ভারতের অভ্যন্তরীণ বাজারে।
গত বছরের প্রথম ছয় মাসে ভারত থেকে রপ্তানি হয়েছিল ১ কোটি ৪৭ লাখ আইফোন। শতকরা হিসেবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন প্রান্তিকে আইফোনের রপ্তানি বেড়েছে ৫২ শতাংশ।
প্রসঙ্গত, আইফোনের উদ্ভাবন ও প্রস্তুতকারী মূল প্রতিষ্ঠান আন্তর্জাতিক টেক জায়ান্ট অ্যাপলের প্রধান সহকারী প্রতিষ্ঠান তাইওয়ানভিত্তিক কোম্পানি ফক্সকোন। অ্যাপলের এশিয়া অঞ্চলের যাবতীয় অপারেশন এই ফক্সকোনই দেখভাল করে।
২০১৭ সালে ভারতভিত্তিক বিভিন্ন কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশটিতে আইফোন উৎপাদন করা শুরু করে অ্যাপল। পরে কোম্পানির এশীয় অংশীদার ফক্সকোনের তত্ত্বাবধানে ২০২২ সালে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু রাজধানী চেন্নাইয়ের অদূরে শ্রীপুরাম্বুদুরে আইফোনের কারখানা নির্মিত হয়। এটিই এখন পর্যন্ত ভারতে প্রথম এবং একমাত্র আইফোনের কারখানা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।