প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ‘পিক পারফর্মেন্স’ আয়োজনের প্রচার শেষে প্রযুক্তি পণ্যের বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল নতুন আইফোন, আইপ্যাড এবং ম্যাকের ঘোষণা আসছে। কিন্তু চমক হচ্ছে ডিভাইসগুলোর হার্ডওয়্যার এবং কার্যক্ষমতার প্রতিশ্রুতি দিচ্ছে, সেটি আছে কি না।
প্রথমেই ঘোষণা এসেছে তৃতীয় প্রজন্মের আইফোন এসই নিয়ে। অ্যাপল আইফোন এসই’র নতুন সংস্করণ আনবে— এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। সে গুঞ্জনের বেশিরভাগই সত্যি প্রমাণিত হয়েছে। আইফোনের ‘সাশ্রয়ী দামের’ সংস্করণটিতে চমক হিসেবে যোগ হয়েছে এ১৫ বায়োনিক চিপ। আইফোন ১৩-তেও একই প্রসেসর ব্যবহার করেছে অ্যাপল।
নতুন ম্যাক স্টুডিও ডেস্কটপ এবং আইফোন এসই আনলো অ্যাপলনতুন ম্যাক স্টুডিও ডেস্কটপ এবং আইফোন এসই আনলো অ্যাপল
হোম বাটন ও টাচ আইডি সেন্সর আছে নতুন এসইতে। ডিভাইসটির সামনে-পেছনের প্যানেলকে ‘স্মার্টফোনের বেলায় সবচেয়ে শক্তিশালী গ্লাস’ বলে আখ্যা দিয়েছে অ্যাপল। আগের সংস্করণে তুলনায় বেড়েছে নতুন এসই’র ব্যাটারি ক্ষমতা। পেছনের প্যানেলে আছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫জি সংযোগ সুবিধা থাকবে ডিভাইসটিতে।
অ্যাপল নতুন আইফোন এসই’র প্রিঅর্ডার নেবে শুক্রবার (১১ মার্চ) থেকে। আর বাজারে ডিভাইসটির আনুষ্ঠানিক অভিষেক হবে ১৮ মার্চ। ডিভাইসটির ৬৪ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৯ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।