বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবথেকে জনপ্রিয় বাজেট সেগমেন্টের ফোনগুলি মধ্যে বিশেষ করে ১০ থেকে ১২ হাজার টাকার দামে ফোন কেনার প্রবণতা বেশি গ্রাহকদের। আর সেই সেগমেন্টে ইতোমধ্যে জমি শক্ত করে ফেলেছে Redmi. লো টু মিড রেঞ্জের ফোনের জন্য বিখ্যাত এই ব্র্যান্ড। এবার আরও এক দারুণ ফোন নিয়ে হাজির হতে চলেছে Redmi.
সম্প্রতি Xiaomi সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে যেখানে Redmi সম্পর্কে না বলা হলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারতে খুব শীঘ্র আরেকটি নতুন নম্বর সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে। অনুমান করা হচ্ছে এই আপকামিং মডেলটির নাম হতে পারে Redmi 12. তবে এই অনুমানের পিছনে কিছু কারণ অবশ্যই রয়েছে। কারণগুলি হল ইতোমধ্যে Redmi 12 থাইল্যান্ডে চলে এসেছে আর কদিন ধরে ভারতের লঞ্চের কানাঘুষাও শোনা গেছে।
তাই আজকের প্রতিবেদনে দেওয়া হলো Redmi 12 ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন-
থাইল্যান্ডের মতো এদেশেও ফোনটি প্রায় অনুরূপ ফিচার অফার করতে পারে।
Redmi 12:
স্পেসিফিকেশন ও ফিচারস- display-HD+, LED Design-punch hole
Refresh rate- ৯০ হার্টজ,
processor- মিডিয়াটেক হেলিও জি ৮৮ প্রসেসর।
Redmi 12:
camera- ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে দেওয়া হতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা। এছাড়া পাওয়ার ব্যাকআপ এর জন্য ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়ার সম্ভবনা রয়েছে যা ১২০ ওয়াট ফার্স্ট চার্জিং সমর্থন করবে। আপাতত অপেক্ষা ফোনটি বাজারে আসার।
দাম- থাইল্যান্ড-এ লঞ্চের সময় ৮ জিবি র ্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ফোনটির দাম ছিল প্রায় 5,299 টাকা ফলে বর্তমানে ভারতীয় বাজারে ফোনটি 12500 টাকার মূল্যে উপলব্ধ হবে বলেই ধারণা।
তবে উল্লেখ্য আসন্ন মডেলটি Redmi 12 না হতেও পারে আবার অন্য কোন নম্বর সিরিজের হ্যান্ডসেট লঞ্চ হতে পারে তবে এ বিষয়ে নিশ্চিত যে সংস্থাটি ইতিমধ্যে আসন্ন হ্যান্ডসেটের লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।