বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : iPhone এর ডিসপ্লে উৎপাদনে হিমশিম খাচ্ছে বিওই। বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে অ্যাপলের ওলেড ডিসপ্লে প্যানেল সরবরাহকারী প্রতিষ্ঠান বিওইর উৎপাদন ব্যাহত হচ্ছে।
দি ইলেকের তথ্যানুযায়ী, উৎপাদনের এ সমস্যা চলতি ও আগামী মাসেও অব্যাহত থাকবে।
আইফোনের ডিসপ্লের জন্য বিওই এলএক্স সেমিকনের কাছ থেকে ডিসপ্লে ড্রাইভার আইসি সংগ্রহ করে। বর্তমানে বিওইর আগে এলজির কাছে ডিসপ্লে ড্রাইভার আইসি সরবরাহ করছে এলএক্স।
ফলে বিওইকে আগামী মাসে ওলেড প্যানেলের উৎপাদন ৩০ লাখ থেকে ২০ লাখ ইউনিটে কমিয়ে আনতে হবে। আইএএনএস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।