আইফোনের নতুন ফিচারে বিপাকে চোর-পুলিশ

iphn

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল তাদের সর্বশেষ আইওএস আপডেটে একটি নতুন ফিচার যোগ করেছে। এর ফলে চোর ও পুলিশ দুই পক্ষই বিপাকে পড়ছে! নতুন ফিচারটিতে আইফোন নিজ থেকেই রিবুট হয়ে যাচ্ছে। এ কারণে ফোন থেকে তথ্য সংগ্রহ আগের চেয়েও কঠিন হয়ে পড়েছে।

iphn

আপডেটটি চালুর পর মিশিগানের ডেট্রয়েট পুলিশ লক্ষ্য করে যে ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষিত কিছু আইফোন নিজ থেকেই রিবুট হচ্ছে। এর ফলে ফোনের নিরাপত্তা ভেঙে তথ্য সংগ্রহ করা আরো কঠিন হয়ে উঠছে।

গবেষণা সংস্থা ৪০৪ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুরুতে পুলিশ ভেবেছিল অ্যাপল হয়তো এমন কিছু করেছে, যার মাধ্যমে অন্য কোনো ডিভাইসের সংকেত পেয়ে আইফোন রিবুট হতে পারে। তবে সাইবার সিকিউরিটি গবেষক জিসকা জানান, নতুন ফিচারটি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত নয়। ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ ফিচারটির কাজ হলো যদি আইফোনটি একটি নির্দিষ্ট সময়ের বেশি আনলক না করা হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে।

যখন কোনো আইফোনকে চারদিনের জন্য আনলক করা হয় না, তখন নতুন ফিচারটি ফোনটিকে স্বয়ংক্রিয়ভাবে রিবুট করে দেয়। ফলে চোর বা পুলিশ যদি কোনোভাবে ফোনটি আনলক করে নেয়ও, তার পরও কিছুক্ষণ পর ফোনটি আবার লক হয়ে যাবে।

আইফোনগুলোয় মূলত দুই ধরনের এনক্রিপশন থাকে। যখন ফোন লক থাকে, তখন এটি সর্বোচ্চ নিরাপত্তা মোডে থাকে। এ অবস্থায় ফোন থেকে তথ্য চুরি করা প্রায় অসম্ভব। কিন্তু যখন ফোন আনলক থাকে, তখন বিশেষ টুল ব্যবহার করে ফোন থেকে তথ্য চুরি করা সম্ভব। নতুন ফিচারটি ফোনকে সবসময় সর্বোচ্চ নিরাপত্তা মোডে রাখে। ফলে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

বসনিয়ার সাথে ৭-০ গোলে জিতে গ্রুপ সেরা হলো জার্মানি

এর আগেও ২০১৬ সালে অ্যাপল এফবিআইয়ের জন্য একটি আইফোন আনলক করতে অস্বীকৃতি জানায়। এর পর থেকে অ্যাপল তাদের নিরাপত্তা আরো বেশি জোরদার করেছে। যাতে ব্যবহারকারীর তথ্য আগের চেয়েও বেশি সুরক্ষিত অবস্থায় থাকে।