বিনোদন ডেস্ক : একদিন আগেই কলকাতায় চলে এসেছিলেন তিনি। তৈরি ছিলেন পাওয়ার প্যাকড পারফরম্যান্সের জন্যও। হলও তেমনটা।কলকাতা সাক্ষী থেকেছিল এক রূপকথার। আর এই রূপকথার কাণ্ডারি শ্রেয়া ঘোষাল। আইপিএল পারফরম্যান্সের জন্য কত টাকা নিলেন শ্রেয়া? বলিউড শাদিসকে এক রিপোর্ট জানাচ্ছে এই পারফরম্যান্সের জন্য শ্রেয়া নিয়েছেন ২৫ লক্ষ টাকা। এমনিতে ওয়ার্ল্ড ট্যুরের জন্য শ্রেয়া নাকি নিয়ে থাকেন ১ থেকে ৫ কোটি। যদিও শ্রেয়ার টিম থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি।
প্রায় ১৫ মিনিটের লাইভ পারফরম্যান্স ছিল শ্রেয়ার। তাঁর কণ্ঠে ‘মা তুঝে সালাম’ শুনে মুগ্ধ হন সকলেই। এ ছাড়াও ‘ওম শান্তি ওম’-এর টাইটেল ট্র্যাকও গাইতে শোনা যায় তাঁকে। মঞ্চে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যায়, “অনেক জায়গায় পারফর্ম করেছি। অনেক বড় জায়গায় গান গেয়েছি। কিন্তু এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আবেগপ্রবণ হয়ে পড়ছি। কারণ এটি ইডেন গার্ডেন। এটি কলকাতা। আমার ভারত।”
শ্রেয়া ছাড়াও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছে দিশা পাটানি, করণ অউজলাকে। শোনা যাচ্ছে দিশা নাকি নিয়েছেন ২২ লক্ষের উপর। ওদিকে করণ সম্প্রতি তাঁর ইন্ডিয়া ট্যুরের জন্য নিয়েছিলেন ১৬ কোটি। যদিও তাঁদের টিম থেকেও এ নিয়ে মুখ খোলেননি কেউই।
প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরেছে কলকাতা। কিং খান হাজির থাকলেও লাকি চার্ম হতে পারেননি। তবে তিনি ‘বাজিগর’। হেরে জেতার মন্ত্রেই বিশ্বাসী শাহরুখ। আগামী ম্যাচগুলিতে কী হয় সেদিকেই নজর থাকবে সকলের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।