স্পোর্টস ডেস্ক: মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালে ফ্লপ মেরে গেলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ তারকা জস বাটলার। তার ধীরগতির ৩৯ রান দলের রানার্স-আপ হওয়া ত্বরান্বিত করেছে। নতুন দল গুজরাট টাইটান্সের কাছে ফাইনালে হারলেও এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন জস বাটলার। টুর্নামেন্ট শেষে মোট ছয়টি পুরস্কার উঠেছে তার হাতে।
এতগুলো পুরস্কার থেকে তার আয়টাও নেহাত মন্দ হয়নি।
পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের তালিকায় বিরাট কোহলির পরেই রয়েছে জস বাটলারের নাম। কিন্তু যেটা বলছে না, সেটা হলো- একটা দলকে কিভাবে একাই তিনি ফাইনালে তুলেছেন। কোহলির সঙ্গে একজন এবি ডিভিলিয়ার্স ছিলেন। বাটলারের পরে রাজস্থানের ব্যাটারদের মধ্যে রানের তালিকায় দ্বিতীয় স্থানে অধিনায়ক সঞ্জু স্যামসন। রানের পার্থক্য ৪০৫। এই পরিসংখ্যান থেকেই চিত্রটা পরিষ্কার।
ভালো খেলার পুরস্কার পেয়েছেন বাটলার। ছয়টি পুরস্কার থেকে তার পকেটে উঠেছে মোট ৬০ লাখ রুপি। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে কোনো ক্রিকেটার এত পুরস্কার জিততে পারেননি। কিন্তু ২০১৬ সালে সবচেয়ে বেশি রান করেও যেমন হারতে হয়েছিল কোহলিকে, সেই একই ছবি দেখা গেছে বাটলারের ক্ষেত্রেও। পরাজিত নায়কের তকমা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার দেখে নেওয়া যাক কী কী পুরস্কার পেলেন বাটলার।
কমলা টুপি : এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৮৬৩ রান করেছেন বাটলার। তাই কমলা টুপি তার মাথাতেই উঠেছে। পুরস্কার বাবদ পেয়েছেন ১০ লাখ রুপি।
টুর্নামেন্টর সেরা : এবারের আইপিএলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাটলার। এই খাত থেকে পুরস্কার বাবদ ১০ লাখ রুপি পেয়েছেন।
সবচেয়ে বেশি ছক্কা : আসরে সবচেয়ে বেশি ৪৫টি ছক্কা মেরে বাটলার পুরস্কার বাবদ পেয়েছেন ১০ লাখ রুপি।
সবচেয়ে বেশি চার : এবারের আইপিএলে ছক্কার পাশাপাশি সবচেয়ে বেশি ৮৩টি চারও মেরেছেন বাটলার। এ জন্য তাকে আরো ১০ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়েছে।
মৌসুমের সেরা পাওয়ার প্লেয়ার : বিশেষজ্ঞদের চোখে এবারের আসরে পাওয়ার প্লে সবচেয়ে ভালো ব্যবহার করেছেন বাটলার। পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করার জন্য পয়েন্টের নিরিখে সেরা পাওয়ার প্লেয়ার হয়েছেন। পেয়েছেন ১০ লাখ রুপি।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : এবারের আইপিএলের সবচেয়ে কার্যকর ক্রিকেটার হিসেবে বাটলারকে আরো ১০ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।