আইপিএলে বন্ধু শচীনের ছেলের অভিষেকে গর্বিত শাহরুখ

শাহরুখ

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামেন শচীন-পুত্র অর্জুন টেন্ডুলকর। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামেন তিনি। বাবা ব্যাটিংয়ে রাজত্ব করলেও অর্জুন অবশ্য বোলার। কলকাতার বিপক্ষে এদিন ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন। অভিষেকে অর্জুনের পারফরম্যান্সে গর্বিত দিদি সারা ও বাবা শচীন টেন্ডুলকার।

শাহরুখ

বন্ধু শচীন টেন্ডুলকারের ছেলের আইপিএল অভিষেকে গর্বিত বলিউড তারকা শাহরুখ খানও। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেতা লেখেন- ‘এই আইপিএল প্রতিযোগিতামূলক। কিন্তু যখন আপনি বন্ধুর ছেলে অর্জুন টেন্ডুলকারকে মাঠে নামতে দেখেন, জিনিসটা ততটাই বেশি আনন্দের। মনটা খুশিতে ভরে গিয়েছে। অর্জুনকে শুভেচ্ছা। শচীন টেন্ডুলকারের দারুণ গর্বের মুহূর্ত। দুর্দান্ত!!!’

এ দিন কেকেআরের বিপক্ষে দলের হয়ে বল করার সুযোগ পেয়েছিলেন অর্জুন টেন্ডুলকার। তবে অভিষেকে ছাপ রাখতে পারেননি অর্জুন। ২ ওভার বল করে ১৭ রান দিয়েছেন তিনি। কোনো উইকেট তুলতে পারেননি। কেকেআরের ইনিংসের প্রথম ওভারেই অর্জুন বল করেছেন।

বিগত কয়েক বছর ধরেই রোহিত শিবিরের পরিচিত মুখ ছিলেন অর্জুন টেন্ডুলকার। নেটে বোলিং করার পাশাপাশি ডাগ আউটেও দেখা যেত তাকে। চলতি বছরের শুরু থেকেই অর্জুনের অভিষেকের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এবার যে শুধু তাকে নেটে বোলিং করানো হবে না, দলেও সুযোগ দেওয়া হবে, তার আভাস দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আর অর্জুনের অভিষেক হয় কলকাতার বিরুদ্ধে।

দেশের বাইরে ৪০ হাজার টাকার মধ্যে ঘুরে আসতে পারেন যে ৫ স্থান

জাসপ্রিত বুমরাহ আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তার ওপর জোফরা আর্চার চোটের জন্য খেলতে পারছেন না। এ দিন দুপুরে আর্শাদ খানের জায়গায় অর্জুনকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন মুম্বাই টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই ভাগ্যের শিকে ছিঁড়ল অর্জুনের।